এখনও নেকড়ের আতঙ্কে দিন কাটাচ্ছে বহরাইচের গ্রামবাসীরা
The villagers of Bahraich are still living in fear of wolves

Truth Of Bengal : আতঙ্ক যেনো পিছু ছাড়ছে না। এখনও পর্যন্ত পাঁচটি মানুষখেকো নেকড়েকে বাগে আনলেও আর একটিকে আনা যায়নি। উত্তরপ্রদেশের বহরাইচে জনসাধারণ আতঙ্কে প্রহর গুনছে। ষষ্ঠ তথা শেষ নেকড়েটির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযানে নেমেছে বন দফতর। জানা যাচ্ছে, রবিবার রাতে একটি ১৩ বছরেরকিশোরবহরাইচের মাহিষ তহসিলে নিজের ঘরের ছাদে ঘুমিয়ে ছিল। ঠিক সেই সময়ে নেকড়েটি কিশোরটির ঘাড় কামড়েটেনে হিচড়ে নিয়ে পালাতে চেষ্টা করেছিলো।যদিও শেষমেশ সেই কাজ সম্পন্ন করতে পারেনি নেকড়েটি। এরপর কিশোরটি গুরুতর জখম অবস্থায় বহরাইচ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত জুলাই মাস থেকেইবহরাইচ জুড়ে ওই মানুষখেকো নেকড়েটি অকথিত হামলা চালিয়ে যাচ্ছে। নেকড়েটির হামলায় জেরবার বহরাইচের সাধারণ মানুষ। এখনও পর্যন্ত সরকারের তরফে পাওয়া হিসেব অনুযায়ী নেকড়ের কবলে পড়ে অন্তত পক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা মাত্রাতিরিক্ত। ৩৫টি গ্রামের মানুষ নেকড়ের আতঙ্কে তটস্থ হয়ে রয়েছে। ইতিমধ্যেই মানুষখেকোর দলকে ধরতে সবরকম ভাবে চেষ্টা চালাচ্ছে বন দফতরের আধিকারিকেরা। তবে বহরাইচের সাধারণ মানুষের ওপরে একটা নেকড়েই হামলা চালিয়ে যাচ্ছে তা নয়, একাধিক নেকড়ে রয়েছে সেই দলে।
ছ’টি নেকড়ের একটি দল হামলার ঘটনার সাথে যুক্ত রয়েছে। যদিও হামলা এড়াতে ইতিমধ্যেই বন দফতরেরপাতা ফাঁদে ধরা দিয়েছে পাঁচটি নেকড়ে। তবে এখনও পর্যন্ত একটি নেকড়েকে কিছুতেই বাগে আনা সম্ভব হচ্ছে না। এদিকে বাকি একজনের তাণ্ডবে চোখের পলক পড়ছে না সেখানকার গ্রামবাসীদের। মানুষখেকো নেকড়েদের ধরতে ইতিমধ্যেই ২৫টি দল গঠন করা হয়েছে বলেই জানা যাচ্ছে। যেসব এলাকাগুলিতে নেকড়েরা হামলা চালিয়ে যাচ্ছে সেসব জায়গায় নিরাপত্তা দিতে ২০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।