
Truth Of Bengal: ফের ভূমিকম্পে কেঁপে উঠল উপত্যকা। মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয় উপত্যকায়। প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৯ ও দ্বিতীয় কম্পন-র মাত্রা ৪ দশমিক ৮। তবে বড়সড়ো কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভূ-স্বর্গ। মঙ্গলবার সকালে ভূকম্পনের মাত্রা ছিল ৪.৯। কাশ্মীরের বারামুল্লাহ সহ আশেপাশের জেলাতে কম্পন অনুভূত হয়। একই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও। তবে ভূমিকম্পের যে এখনো পর্যন্ত তেমন কোনো বড় সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয় উপত্যকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিখটা স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৯ ও দ্বিতীয় কম্পন-র মাত্রা ৪ দশমিক ৮। সূত্রের খবর, ছটা ৪৫ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভব করেন কাশ্মীরের বাসিন্দারা। এরপর ৭ মিনিট ব্যবধানে ৬ টা ৫২ মিনিটের দ্বিতীয় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনের উৎস ছিল মাটি থেকে পাঁচ কিলোমিটার নিচে এবং দ্বিতীয় কোম্পানির উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নিচে।
মঙ্গলবার ভোরে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন ভূস্বর্গের বাসিন্দারা। বাড়ি থেকে বেরিয়ে ফাকাশ স্থলে আশ্রয় নেন অনেকেই। ঘরের ফ্যান দুলতে দেখে ভূমিকম্পের আচ করতে পারেন বাসিন্দারা। বারামুল্লা, শ্রীনগর সহ বেশ কয়েকটি জায়গায় একাধিক বাড়ির কাজ ভেঙে গিয়েছে। তবে বড়সড়ো কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।