দেশ
Trending

মুদ্রা ঋণের ঊর্ধ্বসীমা ১০ লক্ষ টাকা ত্থেকে বেড়ে হল ২০ লক্ষ, আছে কিছু শর্ত

The upper limit of currency loan has been increased from Tk 10 lakh to Tk 20 lakh, subject to certain conditions

The Truth Of Bengal: যারা আগের ঋণ শোধ করেছেন, তাঁদের জন্য মুদ্রা ঋণের সীমা বাড়ানো হল। এখন ওই ঋণের ঊর্ধ্বসীমা আছে ১০ লক্ষ টাকা। সেই ১০ লক্ষ টাকা বেড়ে হল ২০ লক্ষ টাকা। বাজেটে এমনই ঘোষণা করেছেন দেশের অর্থ মন্ত্রী নির্মলা সীতারামণ। এই ঘোষণায় বহু মানুষ উপকৃত হলেও কিছু ক্ষেত্রেও নতুন করে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। তাতে কিছুটা চাপ বাড়তে পারে।  বাজেটে এই বিষয়ে ঘোষণার সময় নির্মলা সীতারমণ বলেন, কেবলমাত্র তাঁরাই এই ঋণের জন্য যোগ্য হবেন যারা আগে ঋণ নিয়েছিলেন এবং তা পরিশোধ করেছেন।

মুদ্রা ঋণ একটি সরকারি ঋণ প্রকল্প এবং এর অধীনে তিনটি বিভাগে ঋণ দেওয়া হয়। যেমন প্রথম বিভাগের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। কিশোর শ্রেণি অর্থাৎ দ্বিতীয় ধাপের জন্য ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। যেখানে তরুণ ক্যাটাগরিতে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এবার সেই ঋণের অঙ্ক বাড়ান হল। বেড়ে হল ২০ লক্ষ টাকা।

এই যোজনায় এখনও পর্যন্ত প্রায় ৪৭ কোটির বেশি ছোট এবং বড় ব্যবসায়ী লন পেয়েছেন। মূলত এর মাধ্যমে ব্যবসায়ীরা সুবিধা পান। ঋণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে তার জন্য এই২০১৫ সালে এই প্রকল্প আনা হয়। মহিলারাও এই ঋণের সুবিধা পান। সেই মুদ্র ঋণ নিয়ে এবারের বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

 

Related Articles