দেশ
Trending

দুই সহপাঠী এই প্রথম ভারতীয় সেনা ও নৌ বাহিনীর প্রধান হচ্ছেন

The two classmates are the first Indian Army and Navy chiefs

The Truth Of Bengal: দেশের সামরিক ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। এই প্রথম ভারতীয় সেনা, নৌবাহিনী প্রধান হচ্ছেন দুই সহপাঠী। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী মধ্যপ্রদেশের রেওয়াতে সৈনিক স্কুলে একসঙ্গে পড়তেন। ১৯৭০-এর দশকে পঞ্চম শ্রেণিতে তাঁরা একসঙ্গে পড়েছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রীর সরকারী মুখপাত্র এ ভারত ভূষণ বাবু এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, ‘ভারতীয় সামরিক ইতিহাসে প্রথমবারের মতো নৌবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানরা একই স্কুল থেকে এসেছেন। দুই অসাধারণ ছাত্রকে লালন করার বিরল সম্মান পাচ্ছে মধ্যপ্রদেশের ওই সৈনিক স্কুল। দুই বাহিনীতে এই দুই সেনা কর্তা নিয়োগও পেয়েছেন একই সময়ে। দু’জন দুই বাহিনীতে থাকলেও তাঁদের মধ্যে সবসময়ই যোগাযোগ ছিল। স্কুলে একসঙ্গে পড়াকালীন তাঁদের মধ্যে বেশি ভাল সম্পর্ক ছিল। আজও সেই সম্পর্ক বজায় আছে।

আজ জুন বিকেলে নয়া সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব নেওয়ার আগে লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী ২০২২-২০২৪ সাল পর্যন্ত নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কাজ করেছেন। যেমন ওয়েস্টার্ন ফ্লিটের ফ্লিট অপারেশন অফিসার, নৌ অপারেশনের পরিচালক, নেটওয়ার্ক-কেন্দ্রিক অপারেশনের প্রধান পরিচালক এবং নৌ পরিকল্পনার প্রধান পরিচালক। তিনি রিয়ার অ্যাডমিরাল পদে থাকাকালীন পূর্বাঞ্চলীয় নৌবহরের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন।

Related Articles