দেশ

রাজ্যপালের কনভয়ের কাছে দাঁড়ানোয় যুবককে বেধড়ক মার! ট্রাফিক পুলিশের কাণ্ডে ফুঁসছে নেটপাড়া

The traffic police beat the young man for standing near the governor's convoy! MP incident sparks rage

Truth Of Bengal: নাগরিকদের রক্ষায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য। তবে, সেই পুলিশই যখন বিনা কারণে চড়াও হয় মানুষের ওপর, তা নিন্দনীয়। মধ্যপ্রদেশের রাজধানীতে ঘটে গেল এমনি এক অনভিপ্রেত ঘটনা। একজন ট্রাফিক পুলিশকে দেখা যায় এক ব্যক্তিকে বেধড়ক মারতে।  রাজ্যপালের কনভয়ের কাছে দাঁড়িয়ে থাকায় ওই যুবকের ওপর চড়াও হয় পুলিশ। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুবককে  লাথিও মারে ওই পুলিশকর্মী। মাটিতে ফেলে তাকে মারতেই থাকে।

ভোপালের আনন্দনগর দিয়ে যখন রাজ্যপালের কনভয় যাচ্ছিল তখনই এই ঘটনা ঘটে। অনেকে বলছেন, যুবকটি এমন কোনও কাজই করেনি যাতে পুলিশ এভাবে তার ওপর আক্রমণ করা যায়। শুধুমাত্র সন্দেহের বশে একজনের সঙ্গে এমন বর্বরোচিত ব্যবহার করা একেবারেই মানা যায় না।

ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড় গেছে। রাগে ফুঁসছেন নেটিজেনরা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। অ্যাডিশনাল ডিসিপি বিক্রম রঘুবংশী জানান, রাজ্যপাল জেড প্লাস সিকিউরিটি পান। তাঁর কাছে কেউ ঘেঁসতে পারে না কোনওভাবেই। তিনি বলেন, পুলিশের বারণ করা সত্ত্বেও ওই ব্যক্তি কনভয়ের দিকে এগোতে থাকে। তিনি আরও জানান, এই ঘটনায় একজন ডিসিপি পদমর্যাদার আধিকারিক তদন্ত করবেন।

তদন্ত চলছে। তবে এই ঘটনা ফের বেশকিছু প্রশ্ন উস্কে দিল। ওই ব্যক্তি সত্যিই কোনও মতলবে কনভয়ের দিকে যাচ্ছিলেন? রাস্তায় আরও অনেকে ছিলেন। ওই যুবককেই কেন নিশানা করা হল? রাজ্যপালের কনভয় আসবে জেনেও রাস্তা আগে থেকে ক্লিয়ার কেন হয়নি। আরও যে প্রশ্ন তুলছেন নেটিজেনরা তা হল, সন্দেহের বশে এভাবে কাউকে মারতে পারে একজন ট্রাফিক পুলিশকর্মী?

Related Articles