‘অপারেশন সিঁদুর’ এর সাফল্য গোটা দেশের জন্য গর্বের: মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী
The success of 'Operation Sindoor' is a matter of pride for the entire country: PM at the Cabinet meeting

Truth Of Bengal: মঙ্গলবার গভীর রাতে ইতিহাস গড়ল ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার বদলা নিতে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। একের পর এক স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি। সেনা সূত্রে জানা গেছে, প্রায় ৮০ জন জঙ্গি খতম হয়েছে। এই অভিযান দেশজুড়ে তৈরি করেছে গর্ব ও উত্তেজনার আবহ।
এই সাফল্যে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “এই অপারেশন গোটা জাতির জন্য গর্বের। আমাদের সেনা সীমিত সময়ে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে দুর্দান্ত কাজ করেছে।”
অভিযানের পর তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গ, সিকিমসহ ১০টি রাজ্য ওই বৈঠকে অংশ নেয়। অন্যদিকে, সংসদে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, যেখানে বিরোধীদের জানানো হবে অপারেশনের সমস্ত খুঁটিনাটি।
এই স্ট্রাইকে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের। বহু শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি হাফিজ সৈয়দ ও মাসুদ আজহারের পরিবারের সদস্যদেরও প্রাণ গেছে বলে সূত্রের দাবি।
এই অপারেশন স্পষ্ট করে দেয়— ভারতের সেনা আর শুধু রক্ষা নয়, প্রত্যাঘাতেও সমান সক্ষম। রাতের অন্ধকারে চালানো নিখুঁত এই স্ট্রাইক বুঝিয়ে দিল, ভারত প্রস্তুত— এবং প্রয়োজনে আবারও আঘাত হানতে পিছপা হবে না।