দেশ

দিল্লির স্কুলে বোমা-হুমকির নেপথ্যে ছাত্ররাই!

The students behind the bomb threat in Delhi's school!

Truth Of Bengal: দেশের রাজধানীর স্কুলগুলিতে বোমা হামলার হুমকির ই-মেইল এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয় নিয়ে সম্প্রতি ঘুম উড়েছিল পুলিশ-প্রশাসনের। এবার পুলিশ তদন্তে জানা গিয়েছে, দিল্লির কয়েকটি স্কুলে সেখানকরা পড়ুয়ারাই বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছিল। রোহিণী সেক্টর ১৩-এ অবস্থিত ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল-সহ তিনটি স্কুলে পাঠানো ই-মেইলগুলির তদন্তে জানা গিয়েছে, স্কুলের ছাত্ররা নিজেরাই হুমকিমূলক ই-মেইলগুলি পাঠিয়েছিল। রোহিণী জেলা সাইবার সেল ২৯ নভেম্বর প্রশান্ত বিহারের ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুলে প্রাপ্ত হুমকিমূলক ই-মেইলটি তদন্ত করে বিষয়টি জানতে পারে। ওই স্কুলের এক সপ্তম শ্রেণির পড়ুয়া ছাত্র ও তার বোনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো না হওয়ায় তারা স্কুলে হুমকিমূলক ই-মেইল পাঠিয়েছিল। পুলিশ উভয় শিক্ষার্থীকে কাউন্সেলিং করে কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহিণীতে অবস্থিত দিল্লি সিটি স্কুলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তদন্তকালে ওই স্কুলের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে ওই পড়ুয়া স্কুলে ই-মেইলটি পাঠিয়েছিল বলে জানা গিয়েছে। ব্যক্তিগত কারণে ওই পড়ুয়া স্কুল বন্ধ করতে চেয়েছিল। একইভাবে, দিল্লির পশ্চিম বিহারে একটি স্কুলে বোমা হুমকির মামলার তদন্ত করতে গিয়ে, পুলিশ সেই স্কুলের এক ছাত্রকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে ওই পড়ুয়া জানায়,  ব্যক্তিগত কারণে সে মেইলটি পাঠিয়েছিল। পুলিশ শিক্ষার্থীদের কঠোর নির্দেশ দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধরা পড়া ছাত্ররা ব্যক্তিগত কারণে তাদের স্কুলে হুমকিমূলক ই-মেইল পাঠিয়েছিল। তবে গত কয়েকদিনে শতাধিক স্কুলে সম্মিলিতভাবে হুমকিমূলক ই-মেইল ​​পাঠানোর ক্ষেত্রে ওই ছাত্রদের কোনও ভূমিকা নেই বলে জানা গিয়েছে। এই বিষয়ে পুলিশ এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তদন্ত চালিয়ে যেতে কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে ইন্টারপোলের সাহায্য চেয়েছে দিল্লি পুলিশ।

Related Articles