‘মৃত্যুর পর বাবাকে সম্মান দেয়নি দল’, সুর চড়ালেন প্রণব-কন্যা
"The party did not respect father after his death", said Pranab mukherjee daughter

Truth Of Bengal: ৯২ বছর বয়সে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। গতকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তবে, বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মৃতিসৌধ তৈরি বিতর্কে নতুন মাত্রা যোগ করে দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির দাবিতে কংগ্রেস সরব। কিন্তু, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর স্মৃতিসৌধ তো দূরের কথা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে ন্যূনতম শোকপ্রস্তাবও দেওয়া হয়নি। এবার সেই নিয়ে কংগ্রেসকে আক্রমণ শাণালেন প্রণবকন্যা।
When baba passed away, Congress didnt even bother 2 call CWC 4 condolence meeting. A senior leader told me it’s not done 4 Presidents. Thats utter rubbish as I learned later from baba’s diaries that on KR Narayanan’s death, CWC was called & condolence msg was drafted by baba only https://t.co/nbYCF7NsMB
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) December 27, 2024
শর্মিষ্ঠা বলছেন, “বাবা যখন মারা গেলেন কংগ্রেস শোকপ্রকাশের জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকারও প্রয়োজন মনে করেনি।” সোশাল মিডিয়ায় তিনি দাবি করলেন, “দলের এক বড় নেতা আমাকে বলেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতিদের জন্য এভাবে শোকপ্রকাশ করা হয় না। কিন্তু সেটা পুরোপুরি ভুল কথা। বাবার ডায়েরি থেকে আমি জেনেছি কে আর নারায়ণের মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছিল। আর শোকপ্রকাশের খসড়া আমার বাবা নিজেই লিখেছিলেন।”
যদিও স্পর্শকাতর এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কংগ্রেস নেতারা। যথেষ্টই অস্বস্তিতে হাত শিবির।