কমল-রাহুল কথা, নাথকে নিয়ে আপত্তি বিজেপির অন্দরেই, নকুলই শুধু পদ্মে?
The objections about Kamal Nath are within the BJP

The Truth Of Bengal : তা হল বিজেপিতে যোগ দিতে পারেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ। শুধু নিজেই নয় পুত্র নকুল নাথকে সঙ্গে করে নিয়ে নাকি গেরুয়া শিবিরে ঝুঁকতে পারেন কমল। রাজনৈতিক মহলের অন্দরে এখন একটাই গুঞ্জন। তবে এই গুঞ্জনের মধ্যেই খবর, কমলকে ‘শান্ত’ রাখতে তাঁর সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী। জানাগিয়েছে, রাহুলের কথায় কোনও কাজ হয়নি। এখনই বিজেপিতে পা বাড়াচ্ছেন না কমল। যদিও গভীর রাত পর্যন্ত কমলনাথ কংগ্রেসে থাকবেন নাকি বিজেপিতে যোগ দেবেন তার কোনও বিবৃতি পাওয়া যায়নি। বিবৃতি দিয়ে তিনি জানিয়েছিলেন, ‘আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি।’ কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, বিজেপিতে যোগ দিচ্ছেন না কমল নাথ।
দলেই থাকছেন তিনি। রবিবার একটি সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ। একই সুর শোনা গিয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারির গলায়। বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই কমল নাথ এখন রয়েছেন দিল্লিতে। বিজেপির একটি সূত্রের দাবি, এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি কমলের। তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়েছেন জিতু। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের পর কমলকে সরিয়ে জিতুকে রাজ্য সভাপতি পদে বসানো হয়েছে। কংগ্রেসের একাংশ মনে করছে, সেই কারণেই ক্ষুন্ন হয়েছেন একদা গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতা। তাই দল ছাড়তে চাইছেন। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন জিতু। জানিয়েছেন, সবই ‘সংবাদমাধ্যমের অপব্যবহার’। জিতেন্দ্রের সুরেই তিনি বলেন, ‘ষড়যন্ত্র চলছে কমল নাথের বিরুদ্ধে। তিনি এক জন কংগ্রেস সদস্য ও তা-ই থাকবেন। তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত মেনে চলবেন কংগ্রেসের মতাদর্শই। এটা ওঁর নিজের চিন্তাভাবনা। জানিয়েছেন উনি নিজে।’
কমলনাথের পরিবর্তে তাঁর ছেলে নকুল নাথ ও পুত্রবধূ প্রিয়নাথ বিজেপিতে যোগ দেবেন। তবে কবে বিজেপিতে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়। একই সময়ে, বিজেপিতে যোগ দেওয়ার পরিবর্তে, কমলনাথ রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিতে পারেন বা নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকতে পারেন। অন্যদিকে জানা গিয়েছে কমল নাথকে আপত্তি তুলেছেন বিজেপির শিখ নেতারা। তিনি বিজেপিতে যোগদান করুন তা চায় না দলের অনেক নেতা, এমনটাই ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে। কমল নাথের বিজেপি যোগের জল্পনা শুরু হতেই দলীয় কোন্দল শুরু হয়েছে। একাধিক নেতার মতে, ১৯৮৪ সালে শিখ সংঘর্ষে অভিযুক্ত কমল নাথকে দলে নেওয়া হলে শিখ সম্প্রদায়ের কাছে ভুল বার্তা যাবে। যার প্রভাব পড়তে পারে দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে।
FREE ACCESS