যার পায়ের ধুলো নিতে গিয়ে হাথরসে মৃত্যু-মিছিল, সেই ভোলে বাবার নাম নেই FIR-এ
The name of Bhole's father is not in the FIR, whose death march in Hathor while taking the dust of his feet

The Truth Of Bengal: উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। কিন্তু সেই এফআইআর-এ নাম নেই স্বঘোষিত ধর্মগুরু সুরজ পাল ওরফে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির! ঘটনার পর থেকে তিনি পলাতক। তিনিই মূল অভিযুক্ত হলেও এফআইআর-এ নাম আছে তাঁর ঘনিষ্ঠ সহকারীর নাম। এদিকে, মৃতদের পরিজনদের তরফে দাবি উঠছে ঘটনার পেছনে আসলে কার দায় আছে তা খুঁজে বের করুক প্রশাসন। কেন তদন্তের আওতার বাইরে থাকবেন ভোলে বাবা? কেন তাঁর নাম থাকবে না এফআইআর-এ, উঠছে এই প্রশ্ন।
উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখা লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২৭। এবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠল। এই দাবিতে ইলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশের পর পুলিশের একটি বিশেষ দল তদন্তভার হাতে নিয়েছে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করতে আজ বুধবার সকালে হাজির হয় ওই দলটি। পুলিশের এই তদন্তের পাশাপাশি এবার সিবিআই তদন্তের দাবি উঠল। পুলিশি এফআইআর-এ কেন নাম নেই অভিযুক্ত ভোলে বাবার? উঠছে এই প্রশ্ন। এরই মাঝে সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন গৌরব দ্বিবেদী নামে এক আইনজীবী।
এলাহবাদ হাই কোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়েরের পর সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সেই মামলা হয়েছে। এদিকে ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার। ধর্মগুরু ভোলেবাবার এখনও কোনও সন্ধান মেলেনি বলে জানাচ্ছে পুলিশ। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে। সেইসঙ্গে এফআইআর-এ কেন তাঁর নেই– উঠছে এই প্রশ্ন।