দেশ

শাবককে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু মা হাতির

The mother elephant died trying to save her cub

The Truth of Bengal: রেললাইনে উঠে পড়ে হস্তিশাবক। শাবককে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা হাতির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অসমের লখিমপুর জেলার দুলুং সংরক্ষিত বনাঞ্চল এলাকায়। জানা যায়, রেললাইনে উঠে পড়া শাবককে বাঁচাতে গিয়ে ধেয়ে আসা ট্রেনের সামনে দৌড়ে আসে মা হস্তিনী। কিন্তু বাচ্চাকে বাঁচিয়েও মা হাতিটি নিজের জীবন বাঁচাতে পারেনি। ট্রেনের ধাক্কায় প্রায় ২০০ মিটার পর্যন্ত ঘষটে যায় হস্তিনীর দেহটি।

এই ঘটনায় ট্রেনের ওই ইঞ্জিনটি বাজেয়াপ্ত করেছে বন দফতর। আপাতত ট্রেনটিকে যেতে দেওয়া হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দরকার পড়লেই ইঞ্জিনটিকে হাজির করতে হবে বলেই জানানো হয়েছে। এছাড়াও বনদফতর  আরও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পথালিপামের শিঙিজান নদীর পাশে বিচরণ করছিল হাতির দল। বন দফতর সেই কথা আগাম রেল কর্তৃপক্ষকে জানিয়েও দেয়।

তার পরেও রঙিয়া-মুরকংসেলেক আপ যাত্রিবাহী ট্রেনটি ওই লাইনে দ্রুতবেগে চলে আসে। লাইনে তখন একটি বাচ্চা হাতি দাঁড়িয়েছিল। তাকে বাঁচাতে তার মা লাইনে উঠে ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে পড়ে। চালক চেষ্টা করেও ধাক্কা এড়াতে পারেননি। রেঞ্জার মতিন আহমেদ ট্রেনটি আটকে দেন। জানান, রেলের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। এসিএফ অশোককুমার দাস জানান, ট্রেনের ওই ইঞ্জিনটি বাজেয়াপ্ত করেছে বন দফতর। আপাতত ট্রেনটিকে যেতে দেওয়া হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দরকার পড়লেই ইঞ্জিনটিকে হাজির করতে হবে।

Related Articles