দেশ
Trending

হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে দিল্লি, তাপমাত্রার পারদ পৌঁছেছে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে

The mercury in Delhi reached 4.8 degrees Celsius

The Truth Of Bengal : দেশব্যাপি রাম মন্দির নিয়ে চলছে মাতামাতি। রাম মন্দির নিয়ে রাজনৈতিক পারদ চড়লেও উল্টো পথে চলেছে দিল্লির আবহাওয়া পারদ। হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে দিল্লি। কাঁপছে গোটা উত্তর ভারত। শৈত্যপ্রবাহের জেরে রাজধানীতে তাপমাত্রার পারদ নামতে নামতে পৌঁছেছে  ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি সকালের দিকে রয়েছে ঘন কুয়াশার চাদর। তবে বেলা বাড়ার সঙ্গেই আকাশ খানিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে।

ফলে শীতের কামড় আরও বেশি করে পড়ছে। ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এই ধরণের পরিবেশ থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। সকালে দিকে ঘন কুয়াশার জেরে ১১ টি ট্রেন দেরিতে চলছে। এমনিতেই প্রতিবার দিল্লিতে এই সময় প্রচুর শীত পড়ে। তারপর বাড়তি হয়েছে দূষণ। এই পরিস্থিতিতে প্রবীণদের সকালের দিকে বাইরে যেতে বারণ করেছেন চিকিৎসকরা।

পাশাপাশি রাতের দিকে গাড়ি চলাচলে যাতে অসুবিধা না হয় সেজন্যে চালকদের সকলকেই ফগ লাইট ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। সবমিলিয়ে শীতে জবুথবু গোটা রাজধানী। এমত অবস্থায় খুব একটা আশার কথা শোনাচ্ছে না আবহাওয়া অফিসও। তাপমাত্রা বাড়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ফলে শীতের কামড় থেকে দিল্লির বাসিন্দাদের এখনই রেহাই মেলার কোনও আশার আলো দেখা যাচ্ছে না।

 

FREE ACCESS

Related Articles