দেশ
Trending

 ফের উত্তপ্ত ভূস্বর্গ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ভয়ংকর গুলির লড়াই জঙ্গিদের

The hot earth again, the militants have a fierce gun battle with the security guards

The Truth Of Bengal: রাত থেকে জেহাদিদের নিকেশ করতে শুরু হয়েছে এনকাউন্টার।গুলির লড়াই আবার কাশ্মীরে। নিকেশ করার ছক কষা হয়।  জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ভয়ংকর গুলির লড়াই জঙ্গিদের। গোয়েন্দা সূত্রে কুলগাম জেলার হাদিগাম অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর মেলে। তার পরই জঙ্গিদের নিকেশ করার ছক কষা হয়।

বুধবার গোয়েন্দা সূত্রে কুলগাম জেলার হাদিগাম অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর মেলে। তার পরই জঙ্গিদের নিকেশ করার ছক কোষে ফেলা হয়।  রাত থেকেই ওই এলাকায় এনকাউন্টার শুরু করেন জওয়ানরা। শুরু হয় সেনা-জঙ্গি গুলি বিনিময়। মুহূর্তে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শুর হয় এনকাউন্টার পর্ব। সেখানে উপস্থিত হন কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফের আধিকারিকরা। কাশ্মীর পুলিশের তরফেও এই অভিযানের বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসেই পুঞ্চে জঙ্গিদের হামলায় শহিদ হন পাঁচ জওয়ান। তার পর থেকে কাশ্মীরের একাধিক জায়গায় জেহাদিদের খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। কয়েকদিন আগেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। কিন্তু সেই ছক বানচাল করে দেয় সেনা। আখনুরে নিয়ন্ত্রণ রেখার কাছে জওয়ানদের হাতে খতম হয় এক জঙ্গি। উল্লেখ্য, কয়েকদিন আগেই এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, নিয়ন্ত্রণরেখা বরাবর টেরর লঞ্চপ্যাডগুলোকে সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।

Free Access

Related Articles