দেশ

প্রসূতি ফিরিয়ে দিল হাসপাতাল, রাস্তাতেই জন্ম সন্তানের

The hospital returned the maternity, the child was born on the street

Truth of Bengal: প্রসূতি মহিলাকে হাসপাতালে ভর্তি না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক হাসপাতালের বিরুদ্ধে। যন্ত্রণায় ছটফট করতে থাকা প্রসূতি মহিলাকে নিয়ে যখন এম্বুলেন্স অন্য হাসপাতালের দিকে ছোটে, সেই মুহূর্তে রাস্তাতেই সন্তানের জন্ম দেন প্রসূতি মহিলা এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরী এলাকায়।

অভিযোগ সৌসাইয়া মাতৃ শিশু হাসপাতলে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয় অ্যানাস্থেসিয়ার কর্মী হাসপাতালে নেই। যদিও প্রথমে বলা হয়েছিল প্রসূতির সার্বিক পরিস্থিতি ভালো নয়, কিছু জটিলতা রয়েছে । সন্তান প্রসব করা সম্ভব নয় তারপরই বলা হয় অ্যানাস্থেসিয়ার কর্মী নেই।

উত্তরপ্রদেশের এই ঘটনায় হতবাক নাগরিক সমাজ। প্রশ্ন উঠছে বহু। কেন ফেরানো হলো ওই প্রসূতিকে তার উপযুক্ত জবাব দিতে হবে সৌসাইয়া মাতৃ শিশু  হাসপাতালকে এমন প্রশ্ন তুলছেন নেট নাগরিকেরা। ইতিমধ্যে ওই মহিলার স্বামী পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

যদিও উত্তরপ্রদেশের এই ঘটনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক  আরসি গুপ্তা বলেছেন এই ঘটনা একটি অভিযোগ জমা পড়েছে । সে অভিযোগের ভিত্তিতে দুই সদস্যের একটি কমিটি ও গঠন করা হয়েছে রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী তদন্ত করা হবে।

Related Articles