জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন: দ্বিতীয় দফা ভোটের আগে বিজ্ঞপ্তি জারি করল কমিশন
The Commission has issued a circular before the second phase of voting in the assembly elections in Jammu and Kashmir

Truth Of Bengal: জম্মু কাশ্মীরে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। ১০ বছর পর ফের বিধানসভা নির্বাচন হতে চলেছে জম্মু কাশ্মীরে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র পূরণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা হবে। জমা হওয়া মনোনয়ন পত্র ৬ সেপ্টেম্বর যাচাই – বাছাই করা হবে। জমা হওয়া মনোনয়ন ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা বলে জানানো হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে।
জম্মু কাশ্মীরে আসন্ন নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এবার তিনটি দফায় বিধানসভা নির্বাচন হবে জম্মু কাশ্মীরে। প্রথম দফার ভোট শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। এরপর ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফার ভোট হবে। তৃতীয় দফার ভোট হবে ১ অক্টোবর। সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ অক্টোবর। জম্মু ও কাশ্মীরের যে আসনগুলিতে দ্বিতীয় দফায় ভোট হবে তার মধ্যে রয়েছে কঙ্গন (এসটি), গান্ডারবাল, হজরতবাল, খানিয়ার, হাব্বাকাদল, লাল চক, চন্নাপোরা, জাদিবল, ঈদগাহ, সেন্ট্রাল শালতেং, বুদগাম, বেরওয়াহ, খানসাহিব, চারার- ই-শরীফ, চাদুরা, গুলাবগড় (ST) অন্তর্ভুক্ত।
এছাড়াও রিয়াসি, শ্রী মাতা বৈষ্ণো দেবী, কালাকোট-সুন্দরবানী, নওশেরা রাজৌরি (এসটি), বুধল (এসটি), থান্নামান্ডি (এসটি), সুরঙ্কোটে (এসটি), পুঞ্চ হাভেলি এবং মেনধার (এসটি)তেও নির্বাচন অনুষ্ঠিত হবে। একই পর্যায়। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি হরিয়ানায়ও বিধানসভা নির্বাচন হচ্ছে।
উল্লেখ্য জম্মু কাশ্মীরে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। এর পর ২০১৮ সালে জম্মু কাশ্মীরে বিধানসভা ভেঙে দেওয়া হয়। ২০১৯ এ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদটি সরিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এই প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ হতে চলেছে। জম্মু কাশ্মীরে বিধানসভা আসনের সংখ্যা বেড়ে ৯০ টি হয়েছে।