দেশ

বদলে যাচ্ছে রাম মন্দিরের পুরোহিতদের পোশাক, নিষেধাজ্ঞা ফোন ব্যবহারেও  

The clothes of the priests of the Ram temple are changing

The Truth of Bengal: অযোধ্যায় রামের নামে তৈরি করা বিশাল মন্দিরের উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪-এ ২২ জানুয়ারী, মহা সাড়ম্বরে মন্দিরটির উদ্বোধন করা হয়েছিল। এত দিন রামমন্দিরের পুরোহিতেরা গেরুয়া রঙের কুর্তা, পাগড়ি এবং ধুতি পরতেন। এ বার তাঁদের পরতে হবে হলুদ রঙের ধুতি, চৌবন্দি এবং পাগড়ি। মন্দির প্রশাসন সূত্রে খবর, কুর্তা আর চৌবন্দির মধ্যে ফারাক হল, প্রথমটি বোতাম আটকে পরতে হয় আর দ্বিতীয়টি দড়ি বেঁধে। নয়া বিধিতে বলা হয়েছে, পুরোহিতদের এ বার পায়ের গোছ পর্যন্ত ধুতি পরতে হবে। এত দিন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশিকা ছিল না।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রাম মন্দিরের ছাদ লিক করে জল পরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই স্মার্ট ফোনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েক দিন আগেই অযোধ্যায় প্রবল বর্ষণে রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়তে দেখা গিয়েছে। পরে রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় যে ছাদে জল বের করার তেমন সুবন্দোবস্ত নেই সেকারণেই এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সমাজমাধ্যমে মন্দিরের ভিতরের সেই ছবি ‘ফাঁস’ হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে ফোন নিয়ে মন্দির চত্বরে ঢুকতে পারবেন না কোনও পুরোহিত।

সম্প্রতি মন্দিরের ভিতরের কিছু ছবি সমাজমাধ্যমে ‘ফাঁস’ হয়ে গিয়েছিল। তার পরেই ফোন নিয়ে কড়াকড়ির পথে হাঁটার সিদ্ধান্ত নেন মন্দির কর্তৃপক্ষ। রামমন্দিরে বর্তমানে এক জন প্রধান পুরোহিতের সঙ্গে রয়েছেন চার জন সহযোগী পুরোহিত। মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছেন, সহযোগী পুরোহিতদের প্রত্যেকের সঙ্গে থাকবেন এক জন করে শিক্ষানবিশ পুরোহিত। পুরোহিতদের এক একটি দলকে দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা মন্দিরের কাজে নিযুক্ত থাকতে হবে। পুরোহিতদের কাজ শুরু হবে ভোর সাড়ে ৩টেয়। শেষ হবে রাত ১১টায়।

Related Articles