দেশ

‘রাখি বন্ধন’-এ মুখরিত গোটা দেশ, প্রধানমন্ত্রীর হাতে সৌভ্রাতৃত্বের বন্ধন ছাত্র- ছাত্রীদের

The bond of brotherhood in the hands of the Prime Minister

Truth Of Bengal : আজ রাখি বন্ধন। আর এই পবিত্র দিনে ভাই বোনের ভালোবাসায় মুখরিত হয়ে উঠেছে গোটা দেশ। কিন্তু রাখিবন্ধন উৎসব কি শুধু ভাই বোনেদের জন্য? না! ভাবুনতো যার ভাই নেই সে কী করবে? সে কি রাখি বন্ধনের মত এত পবিত্র একটা অনুষ্ঠান থেকে বিরত থাকবে? আসলে রাখি মানে হল একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা। তা সে ভাই- বোন হোক কিংবা দাদু-বোন, কিংবা শিক্ষক- ছাত্র। সবার অধিকার রয়েছে একে অন্যকে রাখি বাঁধার।

দিল্লির কয়েকটি স্কুলের ছাত্র- ছাত্রীরা রাখি বন্ধন উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাখি’ বেঁধেছে। এদিন শিশুদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।

নরেন্দ্র মোদি তাঁর নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছেন। দেশের প্রধানমন্ত্রীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, দিল্লির কয়েকটি স্কুলের ছাত্র- ছাত্রীরা সবাই মিলে প্রধানমন্ত্রীর হাতে অত্যন্ত যত্ন সহকারে রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাখি পরিয়ে দিচ্ছে। এতে স্বভাবিকভাবেই অত্যন্ত খুশি নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল ক্রিম রঙের একটি কুর্তা, তার ওপরে ছিল সবুজ রঙের একটি জ্যাকেট।

Related Articles