দেশ

লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিব সুন্দর সিংহের মাস্টারপিস “অপারেশন সিঁদুরের” অন্তরালের গল্প

The behind-the-scenes story of Lieutenant Colonel Harsh Gupta and Habib Sundar Singh's masterpiece "Operation Sindoor"

Truth of Bengal: পহেলগাঁও হামলার পর সন্ত্রাসী দমনে উপযুক্ত পদক্ষেপ নেয় ভারত। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী “অপারেশন সিঁদুর” কোড নাম ব্যবহার করে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায়। ৭ই মে ভোরে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তরফে দেশবাসীকে প্রথম “অপারেশন সিঁদুর” সম্পর্কে জানানো হয়। ‘অপারেশন সিঁদুরের’ সফলতায় গর্বিত দেশবাসী পহেলগাঁও জঙ্গি হামলার বিচার দিতে এই অপারেশন চালানো হয় বলে জানানো হয়েছিল। অভিযানটি ছিল পেহেলগাও সন্ত্রাসী হামলার সরাসরি প্রতিক্রিয়া। যেখানে ভারতের ২৬ জন বেসামরিক নাগরিক মারা যান। অভিযানটি চালানোর পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়। অপারেশন সিঁদুরের সরকারি ঘোষণার সাথে সাথে উচ্ছ্বসিত হয়ে ওঠে দেশের মানুষ। তার সাথে নজর কাড়ে অভিযানটির নাম এবং তার সাথে থাকা একটি প্রতীক চিত্র। সেই চিত্রতে দেখা যায় একটি সিন্দুরের কৌটো। লোগোটি তৈরি করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিং। নকশাটিতে অভিযানের নাম মোটা অক্ষরে লেখা আছে, যার একটি ‘O’ আকৃতি লাল সিঁদুরের বাটির মতো (সিঁদুর)।

পহেলগাঁও জঙ্গি হামলায় যারা স্বামী হারা হয়েছিলেন তাদের বিচার দিতেই এই অভিযান বলে জানানো হয়েছিল। তাই সে ক্ষেত্রে প্রতিটি ছবিতে সিঁদুরের কৌটোর অবস্থান অপারেশন সিঁদুরের সার্থকতাকে দর্শীত করে। চারিদিকে সাড়া ফেলে দেয়। নকশাটি দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন দেশের মানুষ। এই নকশা টি কেবল একটি চিত্র নয় তার মধ্যে লুকিয়ে রয়েছে একটি গল্প। নকশাটিতে দেখা যাচ্ছে ব্লক অক্ষরে লেখা ‘অপারেশন সিঁদুর’  এবং তার মাঝখানে রয়েছে একটি সিঁদুরের কৌটোর ছবি। হিন্দু ধর্ম মতে বিবাহিত নারীর মর্যাদার চিন্ত্র সিঁদুর। যখন সিঁদুরের অপসারণ হয় তখন সেটি বৈধব্যের প্রতীক হিসেবে চিহ্নিত হয়। তেহেলিকা ও হামলার ফলে অনেকেই হারিয়েছেন তার স্বামীদের। জঙ্গিদের সন্ত্রাসী হামলায় মুছে গেছে তাদের সিথির সিঁদুর। সেই সিঁদুরের দাম ফিরিয়ে দিতে “অপারেশন সিঁদুর” করা হয়েছে বলে জানাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রতিটি ছবিতে সিঁদুরের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এটি যেমন একদিকে হিন্দু স্ত্রীদের ঐতিহ্য শক্তি এবং বেদনার কথাকে ব্যক্ত করে অপরদিকে এটি ভারতের আপসহীন নীতিকেও ব্যক্ত করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বরাবরই রুখে দাঁড়িয়েছে ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে তা আবারও প্রমাণিত হল। এই অপারেশনের ফলে লস্কর-ই-তৈবার ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। অভিধানের ফলে ১০০রও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত হয়েছে মাসুদ আজহারের পরিবারের দশজন সদস্য।

অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এর নামটি পহেলগাঁও হামলার হলে বিধবা হয়ে যাওয়া নারীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই মহিলাদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের ঈশানিয়া দ্বিবেদী, গুজরাটের শীতল কালাথিয়া, মধ্য প্রদেশের জয়া মিশ্র সহ প্রমূখ নারীরা। তাই জঙ্গি হামলায় যারা স্বামীকে হারিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই অভিযানের নাম দেওয়া হয়েছে “অপারেশন সিঁদুর”

Related Articles