দেশ

ওষুধে শুল্ক হ্রাসের ঘোষণা, কতটা সুখের মুখ দেখবে সাধারণ মানুষ?

The announcement of tax reduction on medicines, how happy will the common people be?

Truth Of Bengal: সদ্য পেশ হওয়া বাজেট প্রস্তাবে ওষুধের উপর শুল্ক কমানোর বার্তা দেওয়া হয়েছে। যার জেরে স্বাভাবিক ভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। তবে এখন প্রশ্ন একটাই, যে ধরনের ওষুধের উপর শুল্ক হ্রাস করা হলো তাতে আদৌ কি লাভের মুখ দেখবে সাধারণ মানুষ?

একাধিক জীবনদায়ী ওষুধের উপর শুল্ক হ্রাসের কথা জানানো হয়েছে বাজেট প্রস্তাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১০০% কর চারের কথা ঘোষণা করেছেন। তবে এটি প্রযোজ্য শুধুমাত্র ক্যানসার সহ মারণ রোগের অন্তর্গত ৩৬ টি জীবনদায়ী ওষুধের উপর। এছাড়াও বাজেটে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে ৬ টি  জীবনদায়ী ওষুধে।

গত বছরের শেষদিকে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে চোখের ছানি, অ্যাজমা, যক্ষ্মা, থ্যালাসেমিয়া-সহ আরও একাধিক ওষুধের দাম একধাক্কায় অনেকখানি বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছিল। ওষুধ প্রস্তুতকারী সংস্থা গুলোর চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত বলেই জানানো হয়। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের পর বিপাকে পড়েন সাধারণ মানুষ। তবে বাজেটে ১০০ শতাংশ কর ছাড়ে ওষুধের দাম কমবে। সুতরাং এই ঘোষণা যে নিঃসন্দেহে রোগীদের ক্ষেত্রে একটা বড় ঘোষণা টা আর বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, আমদানি শুল্ক হ্রাস হওয়া ওষুধগুলো বেশিরভাগই পাওয়া যায় না ভারতে। বেশিরভাগ ক্ষেত্রেই পেটেন্ট রয়েছে এমন ওষুধের শুল্ক হ্রাস হয়েছে। ফলে সেই সব ওষুধের শুল্ক হ্রাস হওয়ার ফলে কোনো বিশেষ সুরাহাই হবে না সাধারণ মানুষের। অর্থাৎ শুল্ক হ্রাস হলেও তা পৌঁছন না সাধারণ মানুষের নাগালে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, বিজেপি সাধারণ মানুষের চোখে জনদরদী ভাবমূর্তি তৈরি করতেই শুল্ক হ্রাসের গল্প বলছে।

Related Articles