মহারাষ্ট্রে বাস উল্টে মৃত দশ, আহত কমপক্ষে ৩০
Ten dead, at least 30 injured as bus overturns in Maharashtra

Truth of Bengal: শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রে। বাস উল্টে মৃত্যু হল ১০ যাত্রীর। আহত অন্ত ৩০ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভান্ডারা থেকে গোন্দিয়া যাচ্ছিল বাসটি। পথে গোন্দিয়া জেলায় বিন্দ্রবন টোলা গ্রামে দুর্ঘটনার মুখে পড়ে। জানা গিয়েছে, একটি দুই চাকার গাড়িকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায় ৷ ঘটনার পর মহারাষ্ট্রর বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি আহতদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোন্দিয়া-আরজুনি সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয়েরা দুর্ঘটনাস্থলে জড়ো হন। খবর দেওয়া হয় থানায়। ক্রেন দিয়ে বাসটি সোজা করার চেষ্টা করা হয়। তার মাঝেই বাসে আটকে থাকা যাত্রীদের টেনে বার করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আট জনের। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে মারা যান আরও দু’জন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর দফতর থেকে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। নিহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি এক্স হ্যান্ডেল লিখেছেন, প্রয়োজন পড়লে আহতদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হোক। কারও অবস্থার অবনতি হলে তাঁকে নাগপুরের হাসপাতালে স্থানান্তরিত করার জন্য গোন্দিয়ার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন তিনি। নাগপুর থেকে গোন্ডিয়াগামী বাসটি শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কোহমারা রাজ্য সড়কের খাজরি গ্রামের কাছে যাচ্ছিল৷ এ সময় আচমকা একটি দু’চাকার একটি গাড়ি দ্রুতবেগে বাসটির সামনে চলে আসে৷ গাড়িটিকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়৷