দেশ

আচমকাই ইস্তফা দিলেন রাজ্যপাল!

Telangana Governor Resign 

The Truth of Bengal: আচমকাই তেলেঙ্গানার রাজ্যপাল থেকে ইস্তফা দিলেন তামিলিসাই সুন্দররাজন। সোমবার রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এখানেই প্রশ্ন রাজ্যপাল পদে ইস্তফা দিয়ে তিনি কি সক্রিয় রাজনীতিতে আবারও ফিরতে চলেছেন। কেননা সামনেই লোকসভা নির্বাচন। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি কি বিজেপির প্রার্থী হতে চলেছেন? কারণ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তেলেঙ্গানায় দুটি জনসভা কর্মসূচির আগেই তামিলিসাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগ পত্র দেন তামিলিসাই। ফলে নরেন্দ্রমোদী সফরের মাঝেই তার ইস্তফা জল্পনা বাড়িয়েছে।

তবে তিনি শুধুমাত্র তেলেঙ্গনার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন তাই-ই নয় পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের  দায়িত্বও ছেড়ে দিয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, তেলেঙ্গনার রাজ্যপাল হিসেব দায়িত্ব নেওয়ার আগে তামিলিসাই ছিলেম তামিলনাড়ুর বিজেপির একজন সক্রিয় সদস্য। তামিলনাড়ুর বিজেপি সভানেত্রী তামিলিসাইকে ২০১৯ সালে নবগঠিত তেলেঙ্গনার প্রথম রাজ্যপাল করা হয়। তারপর থেকে রবিবার পর্যন্ত সেই দায়িত্বই সামলে এসেছেন তিনি । এছাড়াও ২০২১ সালে অতিরিক্ত দায়িত্ব দিয়ে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদেও বসানো হয়েছিল।

তবে তিনি আচমকাই দুই পদ থেকেই দিয়েছেন বলেই খবর। তবে মোদি সফরের মাঝেই আচমকাই পদত্যাগ করায় মনে করা হচ্ছে তিনি লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করতে পারেন বলেই জল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য, তামিলিসাই অতীতেও নির্বাচনে লড়াই করেছিলেন। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে চেন্নাই উত্তর থেকে বিজেপির প্রার্থী লড়েছিলেন তিনি। কিন্তু জয়ী হতে পারেননি। এরপরবর্তী ২০১৯ সালে তামিলনাড়ুর থুথুকুডি আসন থেকে বিজেপির টিকিট পেয়েছিলেন তামিলিসাই তবে সেবারও ডিএমকে প্রার্থীর কাছে হেরে যান তিনি। এখন দেখার তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ফের প্রার্থী হন কিনা।

Related Articles