দেশরাজ্যের খবর
Trending

Heavy Rain: ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা, বন্ধ কালিম্পং-দার্জিলিংয়ের রাস্তা

Teesta, Kalimpong-Darjeeling road closed

The Truth Of Bengal: উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি চলছে। এই বৃষ্টির ফলে বিপর্যস্ত কালিম্পং। দার্জিলিং এর সঙ্গে কালিম্পং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দার্জিলিং এর মধ্যে যোগাযোগকারী প্রধান রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে। শুধু কালিম্পং নয়, বিপর্যস্ত প্রতিবেশী রাজ্য সিকিম। ভারী বৃষ্টিতে সিকিমের পাহাড়ে ধস নেমেছে। সিকিম টানা ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছে লালবাজারে সঙ্গে মঙ্গনের যোগাযোগের প্রধান সেতুটি। এই সেতু ভেসে যাওয়ার কারণে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ।

এদিকে নর্থ সিকিমে পাহাড়ে ধস নেমেছে। ধসে চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সিকিম প্রশাসন ধস সরাতে তৎপরতা শুরু করেছে। সিকিমে বেড়াতে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন তারা। এদিকে তিস্তা নদীতে হু হু করে বাড়ছে জল। বিপদজনক আকার ধারণ করেছে তিস্তার জল। দু’ধার ভেসে যাওয়ার আশঙ্কা। দু’ধারে বসবাসকারী বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

শুধু কালিম্পং নয়, উত্তরবঙ্গের একাধিক জেলা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত। বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ একাধিক রাস্তা। এছাড়াও বেশ কয়েকটি বাজার বন্ধ রয়েছে। তিস্তা বাজারে জল ঢুকে গিয়েছে। জলে প্লাবিত বাজার সম্পূর্ণ বন্ধ। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Related Articles