বিষাক্ত রাসায়নিক গ্যাস সহ ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পুণের একাংশে জারি জরুরি অবস্থা
Pune Emargency Situation

The Truth of Bengal: হাইওয়েতে অতিদাহ্য ও বিষাক্ত গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি। পুলেশ সূত্র খবর, রিল্যায়েন্স প্ট্রোকেমিক্যালসের তরফেই ওই রাসায়নিক নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথেই টাল সামলাতে না পেরে গাড়িটি উল্টে যায়। তারপরই খবর দেওয়া হয় ওই সংস্থার রাসায়নিক বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞরাই জানান, ইথিলিন অক্সাইড ইথিলিন অক্সাইড যে ধরণের বিষাক্ত রাসায়নিক পদার্থ, তাতে স্বাস্থ্যের নানারকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
সেই গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুনের বাসিন্দারা। শহরের একাংশে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গাড়ির ভেতর থেকেও বেরোতে শুরু করে বিষাক্ত ইথিলিন অক্সাইড গ্যাস। যে গ্যাস শরীরে প্রবেশ করলে ফুসফুসের উপর আঘাত হানে। রবিবার রাত ১২ টার পর এই ঘটনাটি ঘটে। রাত ১ নাগাদ দূর্ঘটনার খবর পৌছয় পুনে পুলিশ ও দমকল বাহিনীর কাছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায় তারা। শুধুমাত্র গ্যাস ছড়িয়ে পড়াই নয়, একইসঙ্গে সম্ভাবনা রয়েছে বিস্ফোরণেরও। পার্শবর্তী এলাকার সমস্ত দমকল কেন্দ্র থেকে অগ্নিনির্বাপণ গাড়ি নিয়ে আসা হয় ঘটনাস্থলে। দমকল সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপন গাড়ির সাহায্যে জল দেওয়া হয় ওই ট্যাঙ্কারের উপর। সোমবার সকাল পর্যন্ত চলে এই প্রক্রিয়া।