রামনবমীতে আধুনিক প্রযুক্তির সাহায্যে রামলালার কপালে অঙ্কিত সূর্য তিলক, প্রধানমন্ত্রী মোদী দিলেন জয় শ্রীরাম ধ্বনি

The Truth Of Bengal, Mou Basu: অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর এবছর প্রথম রামনবমী। তাই গোটা মন্দিরনগরীতে ছিল সাজো সাজো রব। ঘড়ির কাঁটা দুপুর ১২টার ঘর ছুঁতেই আধুনিক প্রযুক্তির সাহায্যে সূর্যকিরণ এসে পড়ে রামলালার কপালে। যেন রামলালার কপালে রামনবমীর পবিত্র দিনে তিলক কেটে দেন স্বয়ং সূর্যদেব।
একাধিক আয়না ও লেন্সের সাহায্য সূর্যকিরণ এসে পড়ে রামলালার কপালে। সূর্যকিরণে উদ্ভাসিত হন বিগ্রহ। এই সময় সূর্য অভিষেক পুজো করা হয় অযোধ্যার রামমন্দিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়শ্রীরাম ধ্বনি দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সূর্য অভিষেকের মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
রামনবমী উপলক্ষে বিশেষ পিতম্বর বা হলুদ রঙের পোশাকে সাজানো হয় রামলালাকে। খাদি ও হ্যান্ডলুমের কাপড়ে সোনালী ও রূপালী রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা হয় নানান বৈষ্ণব প্রতীক। গোটা বিশ্ব চাক্ষুষ করে ভার্চুয়াল মাধ্যমে রামলালার কপালে সূর্য তিলক এসে পড়ার মুহূর্ত। মন্দির চত্বরে ১০০টি এলইডি স্ক্রিন বসানো হয় বলে জানান শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিক অনিল মিশ্র। ছাপান্ন রকমের ভোগ নিবেদন করা হয়।