দেশ

দিল্লির জল সংকটে সুপ্রিম নির্দেশ

Supreme directive on Delhi water crisis

The Truth Of Bengal : দিল্লিতে চলছে তীব্র দাবদাহ। আর এই দাবদাহের জেরে জলসঙ্কটের সম্মুখীন হয়েছে জাতীয় রাজধানী। সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে জলের অপচয় নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। দিল্লির সরকার ইতিমধ্যেই হরিয়ানাকে তার অংশের জল ছেড়ে দেওয়ার নির্দেশনা চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিল। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই সংক্রান্ত একটি হলফনামা দাখিল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আমআদমি পার্টিকে আটকাতে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি পরিষেবা নিয়েও রাজনীতি করছে।তীব্র গরমে দিল্লিকে জল দিতে চাইছে না বিজেপির নেতৃত্বাধীন হরিয়ানা সরকার।এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন দিল্লির জলসম্পদ মন্ত্রী আতিশী মারলেনা। মঙ্গলবার তিনি আরও অভিযোগ করেছেন, বিজেপি সরকার পরিকল্পনা করে বেআইনিভাবে রাজধানী দিল্লির জল সরবরাহ আটকানোর চেষ্টা করছে। তাঁর আরও দাবি হরিয়ানা সরকার পুরোপুরি মিথ্যাচার করছে, পর্যাপ্ত জলের যোগান না দিয়ে আসলে গেরুয়া সরকার পিছন থেকে কলকাঠি নাড়ছে বলেও সরব আপের বিশিষ্ট মন্ত্রী। আসলে জল সংকট তৈরি করে আপ সরকারকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজ করা হচ্ছে বলে মনে করছেন আপের শীর্ষ নেতারা।

আতিশীর এই মন্তব্য ঠিক সেইসময় করা হল যখন সুপ্রিম কোর্ট হিমাচল প্রদেশকে ১৩৭ কিউসেক জল দেওয়ার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত হরিয়ানাকেও জলের সরবরাহ সঠিক রাখার নির্দেশ দিয়েছে। জল নিয়ে যাতে কোনও রাজনীতি না হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তীব্র গরমে দিল্লিতে পানীয় জলের সঙ্কট চলছে। এর আগে আতীশি জানিয়েছিলেন, দিল্লিতে তাপপ্রবাহের জেরে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। যমুনা নদীর জল যে হারে কমেছে তার ফলে জলের হাহাকার দেখা দিয়েছে। বিগত সপ্তাহেই দিল্লি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

Related Articles