গাছ কাটা নিয়ে তেলেঙ্গানা সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Supreme Court slams Telangana government over tree felling

Truth Of Bengal: তেলেঙ্গানার কাঞ্চা গোচিবাউলি এলাকায় গাছ কাটার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে চলছে শুনানি। আর এই নিয়ে বুধবার বড় রায় দিল সুপ্রিম কোর্ট। শুনানির সময় বিচারপতি বিআর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ রেড্ডি সরকারের কাছে প্রশ্ন করে, কেন গাছ কাটা নিয়ে এত তাড়াহুড়ো? আমরা ব্যাখ্যা চাই না, সমাধান চাই। সেইসঙ্গে তেলেঙ্গানা সরকারের পক্ষে উপস্থিত থাকা সিনিয়র অ্যাডভোকেট অভিষেক সিংভিকে ১০০ একর জমিতে বন ও সবুজায়ন পুনরুদ্ধারের জন্য একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
বিচারপতি গাভাই বলেন, পরিবেশের ক্ষতি নিয়ে আমরা উদ্বিগ্ন। গাছ কাটার এই ধরণের ভিডিও দেখে আমি অবাক হয়েছি। গাছের পাখিগুলি আশ্রয়ের জন্য অন্যত্র পালিয়ে গিয়েছে। সরকারের উচিত সিদ্ধান্ত নেওয়া যে কীভাবে এই বন্য প্রাণীদের রক্ষা করা হবে। পরিবেশ এবং বাস্তুতন্ত্র রক্ষার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। মামলার পরবর্তী শুনানি ১৫ মে। ততদিন একটি গাছ কাটা যাবে না।
উল্লেখ্য, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের কাছে ৪০০ একর জমি থেকে গাছ কাটা হচ্ছে। এই জমিটি রাজ্য সরকারের তেলঙ্গানা শিল্প অবকাঠামো কর্পোরেশনকে বরাদ্দ করেছে। তেলেঙ্গানা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন এই জমিতে উন্নয়নের জন্য ৩০ মার্চ থেকে গাছ কাটা শুরু করে। যার বিরুদ্ধে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং পরিবেশবাদীরা বিক্ষোভ শুরু করেন। এরপরেই গাছ কাটার ঘটনা সুপ্রিম কোর্টে পৌঁছায়। আর তা নিয়ে শীর্ষ আদালতে চলছে শুনানি।