দেশ

শব্দের চেয়ে দ্রুতগতি, ডুবোজাহাজ বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

Successful test of supersonic anti-submarine missile

The Truth of Bengal: দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। বুধবার ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালামের নামাঙ্কিত হুইলার দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের নাম ‘সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডো’। এই অস্ত্রের হাত ধরে আরও শক্তিশালঈ হতে চলেছে ভারতীয় নৌবাহিনী।

হুইলার দ্বীপে ‘গ্রাউন্ড মোবাইল লঞ্চার’ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। শব্দের চেয়ে বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হান্তে পারে এই ক্ষেপণাস্ত্র। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ডিআরডিও-র মুকুটে নয়া পালক সংযোজন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। শব্দের চেয়ে দ্রুতগতিতে ডুবোজাহাজকে নিশানা করতে পারে এই ক্ষেপণাস্ত্র। কঠিন জ্বালানিতে চলা ‘সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডো’-র পরীক্ষা হয়েছিল গত বছর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্রকে আরও আধুনিক করার কাজ চালাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন ডুবোজাহাজ বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হল।