দেশ

জোড়া স্যাটেলাইটের সফল উতক্ষেপন ইসরোর,কম খরচেই তৈরি ইসরোর নতুন স্যাটেলাইট

Successful launch of twin satellites by ISRO

The Truth of Bengal: এক বছরের মধ্যেই সাফল্যের হ্যাট্রিক। মহাকাশ বাণিজ্যে আরও সাফল্য পেতে চলেছে ভারতের সংস্থা। জোড়া স্যাটেলাইটের সফল উতক্ষেপণ ইসরোর। ৫০০ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে উতক্ষেপণের ক্ষমতা রয়েছে ইসরোর নতুন স্যাটেলাইটের। স্বাধীনতা দিবসের পরের দিনই এসএসএভি-ডি৩-এর সফল উতক্ষেপন হল মহাকাশে।

শ্রীহরিকোটার উতক্ষেপন কেন্দ্র থেকে ইসরোর এই নতুন মিশনের মহাকাশে পাড়ি। সেইসঙ্গে সঙ্গে চলতি বছরে এখনও পর্যন্ত ইসসোর তিনবারই উতক্ষেপন সফলতা পেল। প্রথমিকভাবে জানা গিয়েছিল স্বাধীনতা দিবসেই ইসরোর জোড়া স্যাটেলাইট উতক্ষেপনের কথা ছিল। তবে পরবর্তী সময়ে সেই নির্ধারিত দিনক্ষন পিছিয়ে দেওয়া হয়। অবশেষে ১৬ অগাস্ট, অর্থাত স্বাধীনতা দিবসের ঠিক পরের দিনই সকাল ৯ টা বেজে ১৭ মিনিট নাগাদ মহাকাশে পাড়ি দেয় জোড়া স্যাটেলাইট।

এসএসএলভি-ডি৩ এর প্রোগ্রামের স্যাটেলাইটের সঙ্গে এদিন ইসরো উতক্ষেপন করেছে এসআর-0 প্যাসেঞ্জার স্যাটেলাইটেরও। মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, এই জোড়া স্যাটেলাইটই তৈরি হয়েছে অত্যন্ত কম খরচে। এর জেরেই আগামী দিনে অত্যন্ত কম খরচেই ইসরো বাণিজ্যিক স্যাটেলাইট উতক্ষেপন করতে পারবে বলেই মনে করা হচ্ছে। ফলে ভারতের সংস্থা আরও বেশি সাফল্য পাবে মহাকাশ বাণিজ্যক্ষেত্রে। আর এই মিশনের সাফল্যই চলতি বছরের সাফল্যের হ্যাট্রিকের আত্মবিশ্বাস যওগাবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles