দেশ

অসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায়

Subrata Roy is past away

The Truth of Bengal: দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই শেষ। মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে মারা গেলেন সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুব্রত রায়। তাঁর বয়স হয়েছিল ৭৫।

গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটায় সুব্রত রায়কে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি রেখে গেলেন স্ত্রী স্বপ্না রায় এবং দুই ছেলে, সুশান্ত রায় এবং সীমান্ত রায়কে।

সহারা ইন্ডিয়া পরিবারের পক্ষে বিবৃতি দিয়ে বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। বহু দিন ধরেই ক্যানসার, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, মধুমেহ ছাড়াও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।

free access

Related Articles