দেশ

পরীক্ষার সময় উত্তরপত্র না দেখানোর অপরাধে সহপাঠীর গুলিতে নিহত ছাত্র

Student shot dead by classmate for not showing answer sheet during exam

Truth of Bengal: বিহারের সাসারামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষার সময় উত্তরপত্র দেখায়নি—এই ‘অপরাধে’ দশম শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যা করল তারই সহপাঠী। এই ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র, যাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিহারে ১৭ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীরা নিজেদের স্কুলের বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলাকালীন উত্তরপত্র দেখানো নিয়ে দুই ছাত্রের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক ছাত্র সাফ জানিয়ে দেয় যে, সে উত্তরপত্র দেখাবে না। এর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সেদিন পরীক্ষাকেন্দ্রে আর কোনও অশান্তি হয়নি।

কিন্তু সেই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছিল অভিযুক্ত ছাত্র। পরের দিন পরীক্ষা শেষে প্রায় ২০-২৫ জন পরীক্ষার্থী একসঙ্গে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় অভিযুক্ত ছাত্র তার দলবল নিয়ে হাজির হয় এবং যে সহপাঠী উত্তরপত্র দেখাতে রাজি হয়নি, তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। এই হামলায় দুজন ছাত্র আহত হয়।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, আহত ছাত্রদের একজনের পিঠে গুলি লাগে, যার ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্য ছাত্রের হাতে গুলি লেগেছে, বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ছাত্রের বয়স ১৫ বছর এবং আহত ছাত্রের বয়স ১৭ বছর।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, স্কুলপড়ুয়াদের হাতে বন্দুক এল কীভাবে? এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles