চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, ৩-৭ ডিসেম্বর বাতিল ১৪৪ টি ট্রেন…
Strong Cyclone Migzaum Is Approaching

The truth Of Bengal: চোখ রাঙাচ্ছে মিগজাউম। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু জুড়ে চালাবে তাণ্ডব। এই পরিস্থিতি দক্ষিণ মধ্য রেল ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বাতিল করেছে ১৪৪ টি ট্রেন।
ধেয়ে আসতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দফতর সূত্রের খবর ৪ ডিসেম্বর এই চোখ রাঙানি ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উত্তর উপকূলে। নেল্লোর ও মিছিলিপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার দিন এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি। প্রতি ঘণ্টায় ১০০ কিমি বেগে ঝোড় হাওয়া বৈতে পারে। এই পরিস্থিতিতে ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ টি ট্রেন বাতিল করেছে দক্ষিণ মধ্য রেল। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে করমন্ডল এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, চেন্নাই মেল সহ পশ্চিমবঙ্গের একাধিক ট্রেন। পশ্চিমবঙ্গের উপর এই ঝড়ের প্রভাব তেমন না পড়লেও যে ট্রেন গুলি বাতিল করা হয়েছে তার অধিকাংশ ট্রেনই ছাড়ে হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে।
এই ঘূর্ণিঝড়ের দাপটে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বৃষ্টিপাত। ওড়িশা উপকূলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের ও বেশ কিছু অংশে যেমন কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এলাকায়।
Free Access