দেশ

পানীয় জল অপব্যবহারে কড়া নির্দেশিকা জারি বেঙ্গালুরুতে

Strict guidelines issued in Bengaluru against misuse of drinking water

Truth Of Bengal: ঘরের কাজে ব্যবহার করা যাবে না পানীয় জল। জল অপচয় রুখতে ঘোষিত হল জরিমানা। বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ডের কড়া ঘোষণা যে, পানীয় জল কেবলমাত্র ব্যবহৃত হবে খাওয়ার কাজে। অন্য কাজে ব্যবহার করা হলেই গৃহস্থকে জরিমানা দিতে হবে ৫০০০ টাকা।

সূত্রের খবর, দক্ষিণের শহর বেঙ্গালুরু বিগত কয়েক বছর ধরে ভুগছে ভয়ঙ্কর জল সঙ্কটে। ফি বছরই গরম পড়া শুরু হলেই হাহাকার পড়ে যায় জল নিয়ে। সেই পরিস্থিতিতেই গ্রীষ্মের আগে জল অপচয় রুখতে বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ড-এর এই বিশেষ ব্যবস্থা। দফতর জানায়, গত বছরের পরিস্থিতি যাতে ফিরে না আসে তাই চলতি বছর আগেভাগেই জল অপচয় রুখতে জরিমানা ঘোষণা করা হল।

পুরনিগম ও জলবোর্ডের অভিযোগ অনুযায়ী, পানীয় জল অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়, বিশেষত গৃহস্থের স্নানের কাজে। এছাড়াও কাপড় কাঁচা থেকে শুরু করে গাড়ি ধোঁয়ার ক্ষেত্রেও এই পানীয় জল ব্যবহার করা হয়। এমনকি বাগানে জল দেওয়া, নির্মাণকাজ ও রাস্তা পরিষ্কারের মত কাজেও এই পানীয় জল ব্যবহার করা হয়ে থাকে। জল বোর্ডের চেয়ারম্যান জানান, এসব কোনও কাজেই এবার থেকে পানীয় জল ব্যবহার করা যাবে না। এই নির্দেশ না মানা হলে জরিমানা হবে ৫০০০ টাকা। তারপরও নিয়ম না মানা হলে সেক্ষেত্রে দিন প্রতি জরিমানার অঙ্ক ৫০০ টাকা হবে।

Related Articles