দেশ

বন্যা রুখতে পদক্ষেপ অসম প্রশাসনের, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চেষ্টা…

Steps taken by Assam administration to prevent floods, attempts to use artificial intelligence.

The Truth Of Bengal: বন্যা রুখতে বড় পদক্ষেপ অসম প্রশাসনের। এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহজে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে বন্যা পরিস্থিতি মোকাবিলা অনেকাংশেই করা সম্ভব বলে বিশ্বাস অসম প্রশাসনের।

বন্যা ঠেকাতে অসমের কাছাড়ের জেলা প্রশাসনের বড় পদক্ষেপ। সরকারি আধিকারিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার জন্য এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি নতুন অ্যাপ। এই অ্যাপের সাহায্য নিয়ে সাধারণ মানুষ প্রাকৃতিক দুর্যোগের আভাস আগে থেকেই পেয়ে যাবে। এই নিত্য নতুন অ্যাপ ঠিক মত কাজ করলে অসমের বন্যা পরিস্থিতির সময় এই অ্যাপ যুগান্তরকারী ভূমিকা পালন করবে বলে বিশ্বাস অসম প্রশাসনের। ‘র‍্যাপিড অ্যাকশন ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স ইন ট্র্যাজেডিস’ এই অ্যাপের সাহাস্যে অসমের বন্যা কবলিত অঞ্চলে উদ্ধার কাজ, সেখানে ত্রাণ পরিষেবা সংক্রান্ত নানা তথ্য সম্পর্কে জানা যাবে। অসমের এক জেলা প্রশাসক রোহণ কুমার ঝা বলেছেন বন্যার সময় অসমের কোন অঞ্চলে দ্রুত গিয়ে জন সাধারণদের সরিয়ে আনতে হবে, কোথায় কত পরিমাণ ত্রাণ সরবরাহ করতে হবে, কাদের কাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে, বন্যার ক্ষয় ক্ষতির পরিমাণ এই সব কিছুর সম্মন্ধে জানা যাবে এই অ্যাপ দিয়ে।
প্রসঙ্গত, ২০২৩ সালে বন্যার কবলে পরে ক্ষতিগ্রস্ত হয়েছিল অসমের ১৮ টি জেলার ৮৯৮ টি গ্রাম। প্রায় ৩ লক্ষ মানুষ বাড়ি ছাড়া হয়েছিল এই সময়। ২০২২ সালে এর চাইতেও পরিস্থিতি আরও খারাপ ছিল। সেই বার শুধু কাছাড়েই মৃত্যু হয়েছিল ৪৫ জনের। এই পরিস্থির সম্মুখীন যাতে আর না হতে হয় অসমবাসীকে তাই এই সিদ্ধান্ত প্রশাসনের।

Related Articles