পূর্বভারতের রাজ্যগুলিতে চলছে প্রখর তাপপ্রবাহের দাপট, বিপরীত ছবি হিমাচলপ্রদেশে
States of eastern India are affected by severe heat wave, the opposite picture is in Himachal Pradesh

The Truth of Bengal: একদিকে পূর্বভারতের রাজ্যগুলিতে চলছে প্রখর তাপপ্রবাহের দাপট। অন্যদিকে সম্পূর্ণ বিপরীত ছবি হিমাচলপ্রদেশে। বর্তমানে তুষারপাত ও ঝড়বৃষ্টিতে নাজেহাল অবস্থা সে রাজ্যে। শনিবারই ভারী তুষারপাতের কারণে সেখানে বন্ধ ১০৪টি রাস্তা। বন্ধ হয়ে পড়ে তিনটি জাতীয় সড়কও।
প্রশাসন সূত্রে যেমনটা জানা যাচ্ছে, চম্বা ও কাঙরায় একটি করে এবং কুলুতে তিনটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এই তুষারপাতের কারণে। কাঙরায় বৃষ্টির পরিমান এতটাই যে সেতু ভেঙে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। এছাড়াও ধসের জেরে একাধিক রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল। ইতিমধ্যে মৌসমভবন জানিয়েছে, ২১ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে চলবে বৃষ্টির সঙ্গে তুষারপাত।
তবে মৌসম ভবন সূত্রে খবর, আগামী দিনে বাড়বে বৃষ্টির পরিমান। একইসভো্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তর পঞ্জাব ও উত্তর হরিয়ানাতেও। পশ্চিম রাজস্থানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ২২ এপ্রিল। সেইসঙ্গে ঝড়ের পূর্বাভাস জারি রয়েছে, অরুনাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরাতে। মৌসম ভবন সূত্রে খবর, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তীশগড়ে জারি থাকবে তাপপ্রবাহ।