নয়া শিক্ষানীতি মানতে বাধ্য করা যাবে না রাজ্যগুলিকে: সুপ্রিম কোর্ট
States cannot be forced to follow new education policy: Supreme Court

Truth Of Bengal: কেন্দ্রের নয়া শিক্ষানীতি মানতে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না। এক মামলার পর্যবেক্ষণে এমনটাই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার বিষয়ে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না।
নয়া শিক্ষানীতি নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন জিএস মানি নামে এক আইনজীবী। তিনি শীর্ষ আদালতে আবেদন করেছিলেন, নতুন শিক্ষানীতি কেবল শিক্ষার ক্ষেত্রে অভিন্নতা প্রদান করতে চায়।
সমাজের সকল স্তরের স্কুলের শিক্ষার্থীদের জন্য সব ভারতীয় ভাষা বিনামূল্যে শেখানো উচিত। আর এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনও রাজ্যকে বাধ্য করতে পারে না তারা। রাজ্যের পদক্ষেপ যদি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে সেইক্ষেত্রে আদালত তাতে হস্তক্ষেপ করতে পারবে।
উল্লেখ্য, ২০২০ সালে নয়া শিক্ষানীতি চালু করেছিল কেন্দ্র। সেখানে বলা হয়েছিল, প্রথম ভাষা হিসাবে প্রতিটি রাজ্যকে স্কুলপড়ুয়াদের বাধ্যতামূলক ভাবে শিখতে হবে মাতৃভাষা। দ্বিতীয় ভাষা হিসাবে তাদের হিন্দি বা ইংরেজিকে বেছে নিতে হবে। এ ছাড়া তৃতীয় একটি ভাষাকে বাছতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে।
আর তা নিয়ে আপত্তি তুলতে শুরু করে ভারতের একাধিক রাজ্যগুলি। মূলত, নতুন শিক্ষানীতির আওতায় থাকা তিন ভাষা নীতি ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ। সুর চড়িয়েছে বাংলাও। তাদের দাবি, নয়া শিক্ষানীতির মাধ্যমে অহিন্দি রাজ্যগুলির উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে।
সম্প্রতি জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে তামিলনাড়ুর সরকারের সঙ্গে কেন্দ্রের সংঘাত চরমে উঠেছে। জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া শিক্ষানীতি নিয়ে কাটল জট।