দেশ

জম্মু-উধমপুর থেকে চালু হল দিল্লিগামী বিশেষ ট্রেন

Special train to Delhi started from Jammu-Udhampur

Truth Of Bengal: জম্মুতে বৃহস্পতিবার একাধিকবার ড্রোন হামলার ঘটনা ঘটে। ‘অপারেশন সিঁদুর’ পর ভারতের উত্তর সীমান্তে ছড়িয়েছে উত্তেজনা। বন্ধ হয়ে গিয়েছে ২৭টি বিমানবন্দর। সেগুলির মধ্যে রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্তর, কিশনগড়, পটিয়ালা, শিমলা, কাংড়া-গগ্গল, ভাতিন্ডা, জৈসলমের, জোধপুর, বিকানের, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ, মুন্দ্রা, জামনগর, হীরাসর (রাজকোট), পোরবন্দর, কেশোদ, কান্ডলা এবং ভুজ বিমানবন্দর। এই পরিস্থিতিতে উপত্যকায় আটকে পড়েছেন অনেক পর্যটকেরা। এই পরিস্থিতে পর্যটকদের কথা ভেবে জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। আর সেখানে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় রেল জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।’জানা গিয়েছে, ১২টি অসংরক্ষিত এবং ১২টি সংরক্ষিত কোচ নিয়ে সজ্জিত ০৪৬১২ ট্রেনটি সকাল ১০ টা ৪৫ মিনিটে  জম্মু থেকে ছাড়বে। এর সঙ্গে থাকছে ২০ কোচের বন্দে ভারত। দুপুর ১২ টা ৪৫ মিনিটে উধমপুর থেকে ছাড়বে। আরও একটি ২২ কোচের বিশেষ ট্রেন শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় ছাড়বে জম্মু থেকে। এই বিশেষ ট্রেনগুলির মাধ্যমে জম্মু এবং উধমপুর অঞ্চল থেকে  যাত্রীদের দিল্লি পৌঁছাতে পারবেন।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর-এর পরেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-সহ একাধিক বিমানবন্দর। নিরাপত্তার কারণে জম্মু, যোধপুর, চন্ডীগড়-সহ একাধিক শহরে জারি হয়েছে ব্ল্যাকআউট। সেই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর বন্ধ করা হয়েছে। অন্যদিকে দেশে একাধিক সন্ত্রাসবাদী তৎপরতার পরিপ্রেক্ষিতে রেলওয়ে এবং পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশেষ ট্রেনের মাধ্যমে ঘনবসতিপূর্ণ অঞ্চল থেকে মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে। একইসাথে রেলওয়ে স্টেশনগুলিতে অতিরিক্ত নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

Related Articles