পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, জানালেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী
Situation under control, nothing to panic about virus, said Karnataka Health Minister

Truth Of Bengal: চিনে হু হু করে বাড়ছে এইচএমপিভি সংক্রমণ। উদ্বেগের মাঝেই এবার ভারতে ঢুকে পড়ল এইচএমপিভি ভাইরাস। জানা গিয়েছে, প্রথমে বেঙ্গালুরুর একটি শিশুর দেহে এই ভাইরাসের হদিশ মিলেছে। হাসপাতালে ভর্তি ছিল আক্রান্ত শিশুটি। তার দেহের নমুনা পরীক্ষা করতে গিয়েই এই ভাইরাসের খোঁজ মিলেছে। ওই রাজ্যের স্বাস্থ্য দফতর এই সংক্রমণের সত্যতা শিকার করেছে। এর আগে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, বেসরকারি হাসপাতাল ওই শিশুর দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করলেও সরকারের পক্ষ থেকেও নমুনা পরীক্ষা করা হবে। এবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল। দ্বিতীয় কেসটিও বেঙ্গালুরুর। আট মাসের শিশু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত। এই পরিস্থিতিতে একটি বৈঠক করে সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক।
Hon’ble Health Minister Shri @dineshgrao convened a high-level meeting with Health Department officials to address #HMPV, following the detection of 2 cases in Bengaluru.
Human Metapneumovirus (HMPV) is like any other respiratory virus causing cold and flu-like symptoms, pic.twitter.com/7cMQwJN5L2
— Karnataka Health Department (@DHFWKA) January 6, 2025
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে। এটা নতুন ভাইরাস নয়। আতঙ্কের কিছু নেই’। কর্ণাটকে এখনই মাস্ক পরা প্রয়োজনীয় করা হচ্ছে না। লকডাউনের প্রয়োজন এখন নেই বলে আশ্বস্ত করেন তিনি।
বেঙ্গালুরুর পর এবার গুজরাতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের হদিশ। গুজরাতের চাঁদখেরাতে এক দু মাসের শিশুর দেহে মিলেছে এই ভাইরাস। এর আগে বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে তিন মাসের শিশুর শরীরে ভাইরাসের হদিশ মেলে।