বয়ফ্রেন্ডের সঙ্গে মোবাইলে মগ্ন বোন, দাদা বকাবকি করায়, ফিল্মি কায়দায় দাদাকেই খুন করল বোন ! গা শিউরে ওঠা ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল
sister murder her eldar brother for mobile

The Truth of Bengal : মোবাইল ছাড়া আমাদের একটুও সময় কাটে না।ম্যাজিক যন্ত্রে মগ্ন থাকে আট থেকে আশি। মোবাইলে হোয়াটসঅ্যাপে চ্যাট করা থেকে ভিডিয়ো গেম খেলা সবই এখন দুরন্ত গতিতে চলে।তাই অনেকেই এই যন্ত্রে মশগুল থাকে।মোবাইল ছাড়া দুদন্ড সময় কাটাতে পারে না এই সব মোবাইল ম্যানিয়ায় ভুগতে থাকা মানুষেরা।সেরকমই এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে।
জানা গেছে,বছর ১৪-র একটি মেয়ে সবসময় এই মোবাইলে মগ্ন থাকত। বয় ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকায় বড় দাদা তাকে বকাবকি করে, সাফ জানায় পড়াশোনার সময় যেন কোনওভাবেই মোবাইল না ছোঁয়।তখন মেজাজ হারায় মেয়েটি।ছত্তিশগড়ের খাইরাগড়-চুইখাদান-গানডাই জেলার কিশোরী সংযম হারিয়ে বড় দাদাকে আক্রমণ করে। তিরস্কারের জন্য কুড়ুল নিয়ে খুন করতে উদ্যত হয় বছর ১৪-র কিশোরী। সেসময় বাড়িতে কোনও লোক ছিল না। মেয়েটি গলায় আঘাত করায় সঙ্গে সঙ্গে তার দাদা সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর মৃত্যুর কোলে ঢোলে পড়েন বছর ১৮-র যুবক। দাদাকে খুনের পর তাঁর রক্তের ছিটে লাগে মেয়েটির জামায়। রক্তের দাগ নিয়ে প্রতিবেশীদের কাছে যাওয়ার আগেই সেই রক্তের দাগ মুছে ফেলে সে। যদিও শেষ রক্ষা হয়নি। মেয়েটি ধরা পড়ে যায়।অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।