দেশ

পাঁচ বছরে আট গুণ বেড়েছে সিসোদিয়ার অস্থাবর সম্পদ!

Sisodia's real estate has increased eight times in five years!

Truth Of Bengal: দিল্লি বিধানসভা নির্বাচনে জংপুরা আসন থেকে এবার লড়বেন আম আদমি পার্টি (এএপি) প্রার্থী এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তিনি এদিন নির্বাচন কমিশনের সামনে তাঁর হলফনামা দাখিল করে নিজের সম্পদের কথা জানিয়েছেন। সিসোদিয়া হলফনামায় ৩৪৪৩৭৬২.২৫ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি ঘোষণা করেছেন। বিজেপি তারবিন্দর সিং মারওয়াহকে এবং কংগ্রেস ফরহাদ সুরিকে মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রার্থী করেছে। ২০২২ সালে, মারওয়াহ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।

মণীশ সিসোদিয়া নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, তাঁর কাছে নগদ ২৫ হাজার টাকা এবং তাঁর স্ত্রী সীমার কাছে ১৫ হাজার টাকা নগদ রয়েছে। এছাড়াও, স্ত্রীর নামে ১২.৮৭ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি ঘোষণা করা হয়েছে। মণীশ সিসোদিয়া এবং সীমা সিসোদিয়ার নামে কোনও গাড়ি হলফনামায় নেই। পাশাপাশি মণীশ সিসোদিয়ার ২৩ লক্ষ টাকার এবং সীমা সিসোদিয়ার ৭০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি  রয়েছে।

হলফনামা অনুসারে, মনীশ সিসোদিয়া তাঁর সন্তানদের শিক্ষার জন্য ঋণ নিয়েছেন ১.৫ কোটি টাকা। ২০২০ সালের নির্বাচনে দেওয়া হলফনামার সঙ্গে তুলনা করলে, তাঁর অস্থাবর সম্পদ ২৯৬৮৮৭৪.২৫ টাকা বেড়েছে।

Related Articles