চণ্ডীগড়ে বাজছে সাইরেন! সম্ভাব্য হামলার আশঙ্কা, সাধারণ মানুষকে ঘরেই থাকার নির্দেশ
Sirens are sounding in Chandigarh! Fear of possible attack, people are advised to stay indoors

Truth Of Bengal: শুক্রবার সকালে চণ্ডীগড়ের বায়ুসেনা ঘাঁটি থেকে বায়ু হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। সূত্রের খবর, একটি সম্ভাব্য আক্রমণের আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে। সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে বাসিন্দাদের ঘরেই থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
*ALERT*
An Air warning has been received from Air force station of possible attack.
Sirens are being sounded.
All are advised to remain indoors and away from balconies.
DC Chandigarh
— Chandigarh Admn (@chandigarh_admn) May 9, 2025
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই বায়ুসেনা ঘাঁটির আশপাশে উচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। এলাকায় কোনও রকম গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছে পুলিশ ও প্রশাসন।
#WATCH | Air siren sounded in Chandigarh as part of a precautionary measure to remind citizens to remain alert pic.twitter.com/IOl2RRqW0G
— ANI (@ANI) May 9, 2025
এখনও পর্যন্ত কোনও হামলার খবর পাওয়া যায়নি, তবে গোটা এলাকা সুরক্ষার চাদরে মুড়ে ফেলা হয়েছে। চণ্ডীগড়ের একাধিক সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, আকাশপথে হঠাৎ আক্রমণের সম্ভাবনা নিয়েই এই সতর্কতা— এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ঘটনার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও প্রতিরক্ষা দফতর।