
Truth Of Bengal: মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিস সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হবে মুম্বইয়ের পরিবর্তে নাগপুরের রাজভবনে। সেই উপলক্ষে নাগপুরে শুরু হয়েছে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। ১৬ ডিসেম্বর থেকে নাগপুরে মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। এর আগে শপথ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পন্ন হবে।
মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, দ্রুতই এই বিষয়ে জানানো হবে। পাশাপাশি শপথ গ্রহণের আগে বিজেপি নেতা গিরিশ মহাজন বলেছেন, আমি দলের শীর্ষ নেতৃত্ব, আমাদের রাষ্ট্রপতি এবং দেবেন্দ্র ফড়নবিসকে কৃতজ্ঞতা জানাই। আমি জানতে পেরেছি, আমাকে মন্ত্রী হিসাবে শপথ নিতে হবে। এজন্য আমি সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে রবিবার বিকাল ৪ টায় শপথ নিতে বলা হয়েছে।
এদিকে, মন্ত্রী পরিষদের সম্প্রসারণে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শিবসেনার হাতে আবাসন মন্ত্রক হস্তান্তর করতে পারে বলে খবর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক বিজেপির কাছেই থাকবে। সূত্রের মতে, বিজেপির দুই জোটই আগের মহাযুতি সরকারে একই পোর্টফোলিও পেতে পারে। তবে শিবসেনাকে অতিরিক্ত মন্ত্রিত্ব দেওয়া হতে পারে।
মহাজোটের অন্যান্য দলগুলি হল উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)৷ সূত্র জানায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিন্ডে এখন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের দুই উপমুখ্যমন্ত্রীর একজন, তাই বিজেপি তাঁর দলকে আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিতে পারে। পাওয়ার একবার অর্থমন্ত্রক পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে, শিবসেনার বিধায়ক যোগেশ রামদাস কদম বলেছেন, আমি বিশেষ কিছু বলতে পারব না, তবে শিবসেনার সর্বকনিষ্ঠ বিধায়ক হিসাবে যদি আমাকে সুযোগ দেওয়া হয় তবে আমি একনাথ শিন্ডের কাছে কৃতজ্ঞ থাকব। মহারাষ্ট্র ও কোঙ্কন অঞ্চলের মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি তা ভালভাবে পালন করব। সরকারি তালিকা ১-২ ঘন্টার মধ্যে রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে।