দেশ

নাগপুরে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শিন্ডের হুঁশিয়ারি

Shinde's warning amid heated situation in Nagpur

Truth Of Bengal: একদিকে যখন ঔরঙ্গজেব-এর কবরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে নাগপুর। হামলা চলে পুলিশের উপর। ঠিক তখনই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হুশিয়ারি ঔরঙ্গজেবের সমর্থনকারীদের। তাঁর মন্তব্য, “দেশদ্রোহী ঔরঙ্গজেব সমর্থনকারীরাও দেশদ্রোহী”।

সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন একনাথ শিন্ডে। সেখানেই তিনি বলেন, “মহারাষ্ট্র দখল করতে এসেছিলেন ঔরঙ্গজেব। কিন্তু তাকে শিবাজীর মতো বীরের মুখোমুখি হতে হয়েছিল বর্তমানে তার প্রসংসাকারীরাও দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়”। একই সঙ্গে একনাথ শিন্ডে আরও জানিয়েছেন, “মহারাষ্ট্রে কেউ সমর্থন করবে না ঔরঙ্গজেবের। ওই নিষ্ঠুর শাসক ছত্রপতি শিবাজি মহারাজের শত্রু ছিল, দেশের শত্রু ছিল, দেশদ্রোহী ছিল”। এমনই মন্তব্য করতে শোনা যায় শিন্ডেকে।

জানা যাচ্ছে, ঔরঙ্গজেবের খবর সরাতে যে আন্দোলন মহারাষ্ট্রে শুরু হয়েছে, সেই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন একনাথ শিন্ডে। তিনি বলেছেন, “জনগণের আন্দোলন নৈতিক আন্দোলন। আমাদের রাজার প্রতি ভালোবাসা থেকে এই আন্দোলন করছেন জনগণ। সেই আন্দোলনের ঘটনায় পুলিশের আততায়ীদের হামলা পরিকল্পিত চক্রান্ত। এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে ছেড়ে কথা বলবে না সরকার”।

প্রসঙ্গত, মহারাষ্ট্র মোগলসম্রাট ঔরঙ্গজেবের খবর সরানো নয় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে চলছে চূড়ান্ত বিক্ষোভ। তেমনই একটি বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত নাগপুর। ওই বিক্ষোভেই একটি ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে। যা সম্পূর্ণভাবেই মিথ্যে গুজব বলে প্রশাসন জানায়। তবে সেই গুজব কিছু সময়ের মধ্যেই ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র। উত্তেজিত জনতার ভাংচুর চলে।

আগুন ধরানো হয় দুটি জেসিবিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিসকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। জখম হন পুলিশকর্মী। জারি হয় কারফিউ। তবে ইতি মধ্যেই এই ঘটনায় অন্ততপক্ষে ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে প্রশাসন সূত্রে খবর।

Related Articles