দেশ

ফের চালু হল শিমলা-কালকা টয় ট্রেন পরিষেবা, পর্যটকদের জন্য তৈরি শিমলা, কুলু, মানালি

যুদ্ধকালীন তৎপরতায় এই রুটের রেললাইন সংস্কার ও মেরামতি করা হয়েছে

The Truth of Bengal: মাস দুয়েক আগেই প্রকৃতির বিধ্বংসী রূপ দেখা গিয়েছিল হিমাচলপ্রদেশ সহ উত্তরভারতের কয়েকটি রাজ্যে। বেশ কিছু জাতীয় সড়কের পাশাপাশি, ধসের কার ক্ষতিগ্রস্ত হয়েছিল, শিমলা কালকা টয় ট্রেনের রুট। যুদ্ধকালীন তৎপরতায় সেই ট্রেন রুটও সারিয়ে তোলা হয়েছে।

৯৬ কিলোমিটারের পাহাড়ি রাস্তায় টয় ট্রেন যাত্রা। দার্জিলিংয়ের পর ভারতে আর কোনও রোমাঞ্চকর যাত্রা থাকে তা হল, কালকা থেকে শিমলার টয় ট্রেনের সাড়ে পাঁচ ঘণ্টার যাত্রা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া এই ট্রেন পরিষেবা এক অনন্য অভিজ্ঞতা দেয় পর্যটকদের। এই ট্রেনেই রুট, গত বর্ষায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ৩৫২টি জায়গায় পাহাড়ি ধসের কারণে রেললাইন ঝুলে যায়। রেল সূত্রের খবর, পর্যটকদের কথা মাথায় রেখেই, যুদ্ধকালীন তৎপরতায় এই রুটের সংস্কার ও মেরামতি করা হয়েছে। গত ৩ অক্টোবর এই ট্রেন পরিষেবা পের একবার সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, চলতি বছরে ভারী বর্ষায় ব্যাপক ক্ষতি হয়েছে হিমাচলপ্রদেশে, ধস ও হড়পাবানে বহু সরকারি বেসরকারি কাঠামো জলের তলায় চলে গিয়েছে। মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকা।