দেশ

সিমান্তে চরম উত্তাজনার মধ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিকেশ সাত জঙ্গি

Seven militants killed in BSF firing as infiltration attempt underway at border

Truth Of Bengal: অপারেশেনের সিঁদুরের পরে সীমান্তে লাগাতার গোলাবর্ষণ শুরু হয়ে গিয়েছে। দু’দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত। সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ) জানিয়েছে, ধানধর পোস্ট থেকে গুলি চালিয়ে জঙ্গিদের অনুপ্রবেশে সহায়তা করছিল পাক রেঞ্জার্স।জওয়ানরা তাদের প্রতিহত করে।

সেইসঙ্গে  ভারতের সেনা পদক্ষেপে পাক ছাউনি ক্ষতি হয়েছে। বিএসএফের তরফে আরও জানান হয়েছে, ৮ ও ৯ মে মধ্যবর্তী রাতে সাম্বা সেক্টরে অনুপ্রবেশের সময় নজরদারি গ্রিড দ্বারা সন্ত্রাসীদের দলটি সনাক্ত করা হয়েছিল। সেনা চৌকি ধ্বংসের একটি ভিডিও শেয়ার করে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ‘অনুপ্রবেশের চেষ্টা নিষ্ক্রিয় করতে সতর্ক ভারতীয় সেনা। পাক রেঞ্জার্সের সহায়তায় সাতজন জঙ্গি অনুপ্রবেশ করতেই তাদেরকে হত্যা করা হয়েছে। সেইসঙ্গে ধানধরের পাক ছাউনিতে ব্যাপক আঘাত হানা হয়।’ জানা গিয়েছে, ওই সাতজন জঙ্গি জইশ-ই-মহম্মদ সংগঠনের।

উল্লেখ্য, ২২  এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলায় ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে কেন্দ্রের মোদি সরকার ।  মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটিত ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা ৷ যে ৯টি জঙ্গি ঘাঁটিকে ভারত ধ্বংস করেছে, সেগুলির মধ্যে রয়েছে লস্কর ই তৈবা এবং জৈশ ই মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীর সদর দফতর সহ অন্যতম প্রধান ঘাঁটি৷ আর অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতকে জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে পাক বাহিনী। অতীতের অভিজ্ঞতা বলছে, যখনই জঙ্গি অনুপ্রবেশের সময় ঘটে তখনই গোলাগুলি ছুড়তে শুরু করে পাকিস্তান। এখনও সেই ঘটনা চলছে বলে সীমান্তে অত্যন্ত সজাগ রয়েছে বিএসএফ। চলছে তল্লাশি অভিযান।

Related Articles