দেশ

ভারতে অবৈধ প্রবেশে গ্রেপ্তার সাতজন বাংলাদেশী যুবক

Seven Bangladeshi youth arrested for illegal entry into India

The Truth Of Bengal : অবৈধভাবে ভারতে প্রবেশ| উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত বিলাসপুর নাগরজাতীয় সড়কে থেকে গ্রেপ্তার সাতজন বাংলাদেশী যুবক। পুলিশ জানায় ধৃতরা হল দবিরুল ইসলাম বয়স (৩২)রেজাউল করিম বয়স (৩৬),নারুজ্জমান মিঞ্চা বয়স (৩২) মহম্মদ রাইহান কবির বয়স ( ২২) |

এছাড়াও মহম্মদ মনির হুসেন বয়স (১৯) মহম্মদ আসরাফুল বয়স (৩৬) মহম্মদ মেহেদী হাসান বয়স (২৯)। সাত জনের বাড়ি বাংলদেশে , পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলাসপুর নাগর জাতীয় সড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয় আজ তাদের ইসলাম পুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

আটক এক বাংলাদেশি যুবক জানিয়েছেন দালাল চক্র মাধ্যমে ভারতে ডুকে পড়ে। তাদের কাজ পাইয়ে দেওয়ার জন্য দালালরা নিয়ে আসে।

Related Articles