দেশ
Trending

৭২০০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, কমিশনের ঘরে এল ১৬.৪ কোটি টাকা

Security of 7200 candidates confiscated, 16.4 crores came to the house of the commission

Truth Of Bengal: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর সরকার গঠন হয়েছে সদ্য। ভোট নিয়ে নানা চমকপ্রদ তথ্য সামনে আসছে। কয়েক হাজার প্রার্থী এবার ভোটে লড়াই করেছিলেন। যাদের মধ্যে ৭২০০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হওয়া অর্থের অঙ্ক ১৬.৪ কোটি টাকা। বহুজন সমাজ পার্টির সব থেকে বেশিজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিএসপি’র ৪৮৮ জন প্রার্থীর মধ্যে ৪৭৬ জন তাদের নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হয়েছে। সব দলের মধ্যে শীর্ষে আছে মায়াবতীর দল। তারপর আছে কংগ্রেস। তৃণমূলের কোনও প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়নি।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের জন্য ৫৪৩টি আসনে ৮৩৬০ জন প্রার্থী লড়াই করেছিলেন। তাঁদের মধ্যে ৭১৯৪ জন প্রার্থী নিজেদের জামানত রক্ষা করতে পারেনি। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন। যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, সেই প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট বৈধ ভোটের ৬ ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হন। লোকসভা ভোটে প্রার্থী হতে গেলে অসংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য জামানত জমার অঙ্ক ২৫ হাজার টাকা। সংরক্ষিত তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি আসনের প্রার্থীদের জন্য ১২৫০০ টাকা জমা রাখতে হয়।

কেন জামানত বাজেয়াপ্ত হয়? নির্বাচন কমিশনে নিয়ম অনুযায়ী, যখন কোনও প্রার্থী তাঁর কেন্দ্রে পড়া মোট ভোটের ১/৬ ভাগ, অর্থাৎ ১৬.৬৬ শতাংশ ভোটও পান না, তখন তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। ধরা যাক, কোনও কেন্দ্রে ১ লক্ষ ভোট পড়েছে, আর সেখানে ৫ প্রার্থীর প্রত্যেকে ১৬,৬৬৬-টির কম ভোট পেয়েছেন, তা হলে তাঁদের প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। কমিশনের কাছে জমা রাখা টাকা ফেরত পেতে হলে ১/৬ ভাগ ভোট পেতে হয়।

কোন কোন ক্ষেত্রে জামানত ফেরত পাওয়া যায়? প্রার্থী যদি ১/৬ ভাগের বেশি ভোট পান তা হলে জামানতের অর্থ ফেরত পেয়ে যান। যদি জয়ী প্রার্থী ১/৬ ভাগের কম ভোট পান তা হলেও তিনি জমা রাখা অর্থ ফেরত পান না। আবার ভোট শুরুর আগে কোনও প্রার্থীর মৃত্যু হয়, তা হলে তাঁর পরিজনদের জামানতের অর্থ ফেরত দিয়ে দেওয়া হয়। আর যদি কোনও প্রার্থীর মনোনয়ন বাতিল হয় বা তিনি মনোনয়ন প্রত্যাহার করেন তা হলেও জামানতের অর্থ ফেরত দিয়ে দেওয়া হয়।