দেশ

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ সঞ্জীব খান্নার

Sanjiv Khanna takes charge as Chief Justice of Supreme Court

Truth Of Bengal: সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করলেন সঞ্জীব খান্না। সোমবার ৫১তম মুখ্য বিচারপতির দায়িত্ব নেন তিনি।ডিওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ইতিমধ্যে অবসর নিয়েছেন।১০নভেম্বর কার্যকাল শেষ হয় ডিওয়াই চন্দ্রচূড়ের।গত ২৪অক্টোবর ডিওয়াই চন্দ্রচূড়ের উত্তরসূরী হিসেবে সঞ্জীব খান্নার নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেইমতো তিনি সোমবার দায়িত্বভার নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান।এই অনুষ্ঠানে ছিলেন সুপ্রিমকোর্টের অন্যান্য বিচারপতিরাও।

এবিষয়ে আরও জানা যাচ্ছে, প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার মেয়াদ খুব অল্প সময়ের। মাত্র ৬মাসের জন্য প্রধান বিচারপতি পদে বসেছেন তিনি। ২০২৫ সালের ১৩ মার্চ অবসর নেবেন তিনি।উল্লেখ্য,৬৪ বছর বয়সী বিচারপতি সঞ্জীব খান্না দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেব রাজ খান্নার পুত্র। ১৯৮৩ সালে প্রথম দিল্লি বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন সঞ্জীব খান্না।  দিল্লির তিস হাজারির স্থানীয় কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন।

৪০ বছরের অভিজ্ঞতা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে দায়িত্ব নিলেন তিনি। দেশের প্রধান বিচারপতির পদে আসীন হলেও সঞ্জীব খান্না কোনওদিন কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন না।  তাঁর কাজের পরিধি বিশাল। ব্যবাসায়িক আইন থেকে পরিবেশ সংক্রান্ত আইন নিয়ে কাজ করেছেন তিনি।  ২০০৫ সালে দিল্লি হাইকোর্টে    যোগদান করেন । স্থায়ীভাবে বিচারক পদ পান ২০০৬ সালে। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন ২০১৯ সালে।আর এবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন সঞ্জীব খান্না।

Related Articles