ডেঙ্গু, ম্যালেরিয়ার মতোই ভয়ঙ্কর সনাতন ধর্ম, নির্মূল করতে হবে একে, বললেন উদয়নিধি
উদয়নিধির বিতর্কিত মন্তব্য়ে তীব্র প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের

The Truth of Bengal: শনিবার চেন্নাইয়ে প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন একটি কনক্লেভের আয়োজন করে। সেই সম্মেলনের মূলক উদ্দেশ্য সনাতন অ্যাবোলিশন কনক্লেভ বা সনাতন ধর্ম ধ্বংস সম্মেলন। এদিনের অনুষ্ঠানে বক্তাদের তালিকায় ছিলেন একাধিক তারকা রাজনৈতিক নেতানেত্রী ও সমাজকর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন, কে ভিরামনি, এম কে স্ট্যালিনের পুত্র ও তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, রেহিত ভেমুলার মা, রাধিকা ভেমুলাসহ একাধিক, সিপিআই ও কংগ্রেসনেতা।
এদিন মঞ্চে উদয়নিধি জানান, এমনই একটি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ করার জন্য তিনি আয়োজন সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তিনি বলেছেন, সনাতন ধর্মের বিরোধিতার পরিবর্তে, তাকে গোড়া থেকে উপড়ে ফেলার যে পদক্ষেপ করা হয়েছে, তা অভিনন্দন যোগ্য।তিনি আরও জানিয়েছেন, ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার যেমন বিরোধিতা করা যায় না, এই রোগকে উপড়ে ফেলতে হয়, তেমনই সনাতন ধর্মকেও সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। এটাই হবে আমাদের প্রধান কাজ। কারণ সনাতন নামটি এসেছে সংস্কৃত থেকে সনাতন ধর্ম, সামাজিক ন্যায় বিচার ও সাম্যতার প্রধান অন্তরায়।
এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধির এই বিতর্কিত মন্তব্যের পরেই স্বাভাবিক ভাবে রাজনৈতিক পারদ চড়েছে। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, উদয়নিধি এই কথা বলে গণহত্যার উস্কানি দিয়েছে। সনাতন ধর্ম যাঁরা অনুসরণ করেন, তাঁদের নির্মূল করার ডাক দেওয়া হয়েছে। বিজেপির এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন উদয়নিধি, তাঁর দাবি, তিনি প্রান্তিক মানুষদের হয়ে কথা বলেছেন। তিনি নিজেও সনাতন ধর্ম দ্বারা আক্রান্ত।