
The Truth of Bengal: দোরগোরায় কড়া নারছে লোকসভা নির্বাচন। রিতিমতন কোমোর বেধে প্রচার ময়দানে নেমে পড়ছে রাজনৈতিক দলগুলি। জোরকদমে শুরু হয়েগেছে প্রচার। তবে আসন্য ভোটে রাজনৈতিক পারদ যেমন ঊর্ধ্বমুখী তেমননি ঊর্ধ্বমুখী গ্রীষ্মের পারদ। অসহনিয় গরমে নাভিশ্বাস উঠছে দেশবাসীর। লোকসভা প্রচারে নেমে গুরুতর অসুস্থ সমাজবাদী পার্টির প্রার্থী। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদ। গোরখপুর লোকসভা আসন থেকে লড়ছেন কাজল।
তাঁকে গোরখপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৭ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন কাজ। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর তাঁকে চিকিৎসকলা লখনউয়ের মেদান্ত হাসপাতালে রেফার করেন। কাজলের স্বামী সঞ্জয় নিষাদ জানিয়েছেন, আগে থেকে রক্তচাপ ও হার্ট সংক্রান্ত কিছু সমস্যা ছিল কাজলের। কাজলের শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকেও।
এক প্রতিবেদন থেকে জানা যায়, ৫ এপ্রিল একটি জন সমাবেশের সময় তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। প্রচণ্ড গরমে আচমকা অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা জানিয়েছেন, ডিহাইড্রিশন ও রক্তচাপের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন কাজল। ৭ এপ্রিল কাজলের স্বাস্থ্যের অবস্থার অবনতি হয় চিকিৎসাধীন অবস্থায়। বুকে ব্যথা অনুভব করেন। ইসিজি করেন চিকিৎসকরা। এরপরই চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কাজল।