বাজেট পেশের আগেই মহাকুম্ভ ইস্যু নিয়ে সংসদে হট্টগোল সপার
Ruckus in Parliament over Mahakumbh issue before budget presentation

Truth Of Bengal: শনিবার লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর বাজেট বক্তৃতার আগে মহাকুম্ভে পদদলিত হওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি করেন সমাজবাদী পার্টির সাংসদরা। সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি এবং সাংসদ অখিলেশ যাদবের সঙ্গে এসপি সাংসদরা বাজেট বক্তৃতার আগে হট্টগোল তৈরি করেন এবং মহাকুম্ভে পদদলিত হওয়ার বিষয়ে আলোচনার দাবি করেন। হট্টগোলের মধ্যেই লোকসভার স্পিকার বলেন, এমনটা আগে কখনও হয়নি।
লোকসভার স্পিকার ওম বিড়লা হট্টগোল সৃষ্টিকারী এসপি সাংসদদের বলেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি, মাননীয় অখিলেশ জি, দয়া করে সংসদের মর্যাদা বজায় রাখুন। বাজেট বক্তৃতায় এমনটি কখনও হয়নি। এটি উপযুক্ত নয়। আমি আপনাকে একটি সুযোগ দেব। সেখানে এই নিয়ে আলোচনা হবে।’
এরপর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ দলীয় সাংসদের প্রতিবাদের মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট বক্তৃতা শুরু করেন। এর আগে, সমাজবাদী পার্টির প্রধান এবং দলের সাংসদ অখিলেশ যাদব বলেছিলেন, “এই সময়ে, বাজেটের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল মহাকুম্ভে মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছে। মানুষ তাদের প্রিয়জনকে খুঁজে পাচ্ছে না। সরকার মুক্তি দিয়েছে। মৃতের পরিসংখ্যান সরকার মৃত ও নিখোঁজের সংখ্যা গোপন করছে।
তিনি বলেন, সেখানে মুখ্যমন্ত্রী বহুবার গিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গিয়েছেন, আজ উপরাষ্ট্রপতি সেখানে যাচ্ছেন, প্রধানমন্ত্রীও সেখানে যাবেন। সরকারকে জেগে উঠতে হবে। আমি আগেও বলেছিলাম সেখানে সেনাবাহিনী ডাকতে হবে। এই প্রথম সাধুরা রাজকীয় (অমৃত) স্নান করতে অস্বীকার করেছেন। বাজেটের জায়গা আছে কিন্তু কুম্ভ গুরুত্বপূর্ণ। বাজেট হতাশ নাও হতে পারে, কিন্তু কুম্ভে যাওয়াই সমাজবাদী পার্টির অগ্রাধিকার।”